Sunday, 9 June 2019

অনিন্দ্য-অহনা

সেদিনের পর থেকে অহনা
ঘর ছেড়ে বার হয়নি
বিশ্বাসের মূল্য চেয়েছিলো কেউ
ঘর ছেড়ে বার হয়েছিলো তাই
ঈদের চাঁদ সাক্ষী
যুগলবন্দী ভালোবাসা পথে পথে ফিরেছিলো
বাস ট্রাম ট্রেন সেরে
সমুদ্রের ধারে রুপোলি বালুচরে
ওদের শুভদৃষ্টি
রোমাঞ্চিত অহনা
সারা শরীরে শিহরণ
এই তো সেই মুহূর্ত
না জানি কতই কল্পনা'র ফসল
ঝড়ের রাতে অভিসারী ভালোবাসা
মূল্যবোধ তার সকল জলাঞ্জলি
প্রেম সাক্ষী সমুন্দর
সে যে কিছু নেয়না ফিরিয়ে দেয় ;
তাই হলো
ফিরে এলো একা অহনা
অনিন্দ্য'র খোঁজ পায়নি সে আর !-০৯.০৬.২০১৯

No comments: