অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে
যেন পবিত্রতা বয়ে আনা
আজানের সুর !
পুরুষ ধৃতরাষ্ট্র হলেও
তাতে
গান্ধারী'র
কৌমার্য অক্ষত থাকেনা !
অমরত্বের প্রত্যাশা
প্রেমের সর্বত্র
স্রোতহীনা স্রোতস্বিনী
প্রত্যক্ষ মরীচিকা !
খোদা'র কসম সেখানে
মিথ্যা অঙ্গীকার !
কাঁটাতারে আকাশ ভাগ হয়না
জীবন -কে সংজ্ঞা দেবে
এমন পরিভাষা বিজ্ঞানে অচল !
অপেক্ষা'র একাগ্রতায়
বিনম্র সমস্ত প্রতিকূলতা !
পথ চেয়ে জীবন
আরও একটা রাত
অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে !-২৫.০৬.২০১৯
যেন পবিত্রতা বয়ে আনা
আজানের সুর !
পুরুষ ধৃতরাষ্ট্র হলেও
তাতে
গান্ধারী'র
কৌমার্য অক্ষত থাকেনা !
অমরত্বের প্রত্যাশা
প্রেমের সর্বত্র
স্রোতহীনা স্রোতস্বিনী
প্রত্যক্ষ মরীচিকা !
খোদা'র কসম সেখানে
মিথ্যা অঙ্গীকার !
কাঁটাতারে আকাশ ভাগ হয়না
জীবন -কে সংজ্ঞা দেবে
এমন পরিভাষা বিজ্ঞানে অচল !
অপেক্ষা'র একাগ্রতায়
বিনম্র সমস্ত প্রতিকূলতা !
পথ চেয়ে জীবন
আরও একটা রাত
অনিশ্চয়তা'রা অভ্যাস হয়ে যাচ্ছে !-২৫.০৬.২০১৯
No comments:
Post a Comment