Tuesday, 25 June 2019

নদী 'র নাম সীমা

আমার ছেলেবেলা
ছেলেবেলা জুড়ে এক নদী
আমি তখন ছোটো
সাহস হয়নি
কাছে যাই
ও'কে বলি
ভালোবাসি !
আজ দু 'দশক পেরোনো
নদী যুবতী
ও'র বুকে অনেক চিহ্ন
আঘাতে জরাজীর্ণ !
পুরুষের সাধ্য কতটুকু
নদী তা জানেনা
ও শুধু বোঝে দোস্তি
ও'র বিশ্বাস ছোটোবেলা
আবারও ফিরে আসবে !
মাপা দূরত্ব দু'জন আবারও
দুচোখে বিশ্বাস
জীবন থাকতে মুখোমুখি
যদি একবার হই
নদী 'কে বোলবো
কতটা ভালোবাসি !- ২৬.০৬.২০১৯

No comments: