Friday, 31 July 2020

কথপোকথন

আসলে সম্পর্ক কথাটা খুব গভীর
প্রশ্ন হলো আমরা কে কতটা ডুবতে রাজি
অধিকাংশত আমরা নিজের দোষে
সৃজনশীল সম্পর্ক গুলো কে অঙ্কুরে নাশ করে থাকি
উপরন্তু আজীবন দোষারোপ করি অপর কে
আত্মহনন এর চেয়েও নির্ঘৃন্ন আমরা আত্মসুখ খুজিঁ
অভিমানী আয়নায় মুখ দেখিনা সারাটা জীবন !

মায়ের ভাইব্রেটর

বিব্রত সভ্যতা
ছেলে হাতড়ায়
নিম্নগামী আঙ্গুল
অক্ষম যখন অন্তরঙ্গতা
অন্তঃসত্ত্বা সমাজ
পিতৃপরিচয় আবশ্যক
পূর্ণিমা’র অপেক্ষায়
চাঁদের বুড়ি
বিবস্ত্র নির্লজ্জ মা !-৩১.০৭.২০২০

Thursday, 30 July 2020

পর্যবেক্ষণ

ব্যাখ্যা নেই যার
পর্যবেক্ষণ উপনীত
পাশ্চাত্য দর্শন অকুলান
অভিন্ন প্রত্যক্ষ প্রতিফলন !-৩০.০৭.২০২০

Tuesday, 21 July 2020

ব্যাখ্যা

ওরা যারা ভেদাভেদ করে
পবিত্র অপবিত্র
যাদের নখদর্পনে
নিরাকার আকাশ
তারা জন্ম দেয় ব্যাখ্যা
তাদের জন্মের ব্যাখ্যা দেবে কে !
যাদের চোখে ধৰ্ম চ্যুত লালন
তসলিমা’র মাতৃসত্তা
যাদের চোখে ম্রিয়মান
ধর্মের নামে খুন মানুষ
ভাঙা প্রাচীর ভেদি চারা মহীরুহ
ওরা পারবে তো আটকাতে !-২১.০৭.২০২০

Saturday, 18 July 2020

ঋণ

ঋণ থেকে যায়
দিগন্তের সাথে সাগরের সহবাস
গোধূলি আলোয়
নিবিড় আলাপ ক্রমশঃ
ছায়াপথ মাড়িয়ে কারা চলে যায়
দিনের আলোর গভীরে তারা'রা যেমন !-১৮.০৭.২০২০

Friday, 17 July 2020

কিংকর্তব্যবিমূঢ়

ব্যর্থতাদের অবকাশ দাও
ম্রিয়মান ইচ্ছা‘রা
এক চিলতে আকাশ পাবে
অনুগ্রহ নয় অধিকার প্রত্যাশী
সোচ্চার আবেগেরা
আনুষ্ঠানিকতা কিংকর্তব্যবিমূঢ় !-১৮.০৭.২০২০

Tuesday, 14 July 2020

অসামঞ্জস্য

বিস্মৃতি ক্রমশঃ
বালুচর ও জ্যোৎস্না একাকার
অহং সে ধূলিসাৎ হয়েছে দশাননের
কালচক্রে যা বিধেয়
মরীচিকা মহীরুহ মহেঞ্জদারো
দর্শন বনানী ইতিহাস
সামাজিক অসামঞ্জস্য
নিরপেক্ষ ভীষ্ম !- ১৪.০৭.২০২০

Monday, 13 July 2020

অনুভবে শিশির

ঘুমের আয়ু বেড়ে চলেছে
বিতৃষ্ণা উপরন্তু
আয়ুরেখা’র মায়া হারানো জীবন
ক্ষয় অন্য নামে সৃষ্টি
বৃষ্টি'র মতন কিন্তু
অনুভবে শিশির
যত কথা না বলা
তাইতো গভীর !-১৩.০৭.২০২০

নিরাকার সনাতন

ওরা বিনয়
বোঝেনা
ভ্রূক্ষেপ ওদের
একান্ত প্রিয়
বিরতি বিমূর্ত
নিরাকার সনাতন
একাকার
যান্ত্রিকতা সর্বত্র
সর্বোচ্চ ন্যায়ালয়
পুঁজিবাদ প্রনোদিত !-১৩.০৭.২০২০

আপস

মুমূর্ষু আপস
সমাজের গন্ডি ভাঙা
তথাকথিত পরকীয়া
বাঁচিয়ে রাখে
কতই বেনামি সম্পর্ক !-১৩.০৭.২০২০

ব্যাকরণ

মৃত্যুমুখী জীবন
সমান্তরাল ব্যাকরণ
ভাষা’র মর্ম  আপেক্ষিক
অপেক্ষা’রা আনুষঙ্গিক
আনুবীক্ষণিকতা অপ্রাসঙ্গিক !-১৩.০৭.২০২০

Saturday, 11 July 2020

সংজ্ঞাবাদ

আচ্ছা
এই যে এতো নিয়ম কানুন
কী হতো যদি না হতো !
ধরো তোমার লজ্জা নেই
তুমি তো নিজেও জানোনা
তুমি কতটা সুন্দরী
জানে আমার কল্পনা'রা !
তুমি জানো কী তুমি উপুড় হলে
আমি পামির অনুভব করি
তখন তুমি নিতান্তই বোধিবৃক্ষ !
আমি পরিব্রাজক আবার দার্শনিক
অনুভূতি’রা গভীরতা প্রত্যাশায়
সংজ্ঞাবাদ ক্রমশঃ
প্লেটোনিজম ’র প্রাচীর ভাঙে!-১২.০৭.২০২০


Wednesday, 8 July 2020

আত্মীয়পোষণ

বিরল বিন্যাস
সমাজ ও সামাজিক
আপাতদৃষ্টিতে সমান্তরাল
আণুবীক্ষণিক অন্তর্দ্বন্দ্ব উবাচ
ব্যস্ততার পরিভাষা ইদানিং ওয়েব
প্রযুক্তি‘র অজুহাতে রাংতা মোড়া মানুষ
মোড়ক আসল;বাকি সব নকল
পরম্পরা‘র প্রতিবেদন
আত্মীয়পোষণ !-০৮.০৭.২০২০

Monday, 6 July 2020

ত্যাজ্য

গৃহত্যাগ
ভক্তির পথে পাথেয়
আরাধ্য হতে
ত্যাগ অনিবার্য
আরও চাই সমর্পন
সৃষ্টি আদি হতে অন্ত
আরাধ্য সে মহিমান্বিত
ত্যাগ যার অনাবিল !-০৭.০৭.২০২০

Thursday, 2 July 2020

অবক্ষয়

মুমূর্ষু ছিলো যা
অপেক্ষা ও আনুষঙ্গিক
আজ তা দীর্ঘায়ু
কালের নিয়মে রহস্য উন্মোচিত
জ্যোৎস্না বালুচর-এর সম্পর্ক
বৈধ সত্তায় উপনীত
গান্ধর্ব কেবল
বেদনা ও উপসংহার
অনুগত অবক্ষয় উপরন্তু !-০২.০৭.২০২০


শূন্যতা

তুল্য মূল্য
আপেক্ষিক
সনাতন সৃষ্টি
নিয়মমাফিক
কে ভেঙেছে
অবান্তর
হাত পাতলে
শূন্যতা !-০২.০৭.২০২০

ব্রালেস

মাস গেলে হাজার পনেরো
পুঁজিবাদের উচ্ছিষ্ট খেয়ে
বাঙালি বেশ আছে !

বিবিএ করছে এমবিএ কম্পার্ট
তবুও বাঙালি ভালো আছে !

গর্ব কম নয়
নিজের পায়ে দাঁড়িয়ে
নোবেলের ছড়াছড়ি ঘরে ঘরে
সাম্রাজ্যবাদ নিপাত যাক !

রা কাটেনা আধুনিকতার
ব্রালেস ফ্যাশন কিনা
বিছানায় বিপ্লব
সেও আমাদের আবিষ্কার !

মন পরিষ্কার
নর্দমায় জমা ভ্রূণ !

ডিজিটাল বিপ্লবী
সেই বাঙালি
মাস গেলে হাজার পনেরো
আমার চাকরি টা হবেতো স্যার ?-০২.০৭.২০২০

Wednesday, 1 July 2020

দার্শনিকের মৃত্যু

মুহূর্তদের অভিজ্ঞান দিয়ে
লেখা হবে ইতিহাস
সে হবে ঐতিহাসিক
সেই শুধু জানবে
দার্শনিকের মৃত্যু সহজ নয়
মৃত্যু সচরাচর
আংশিক ক্ষেত্রবিশেষে
পূর্ণাঙ্গ মৃত্যু সে কেবল শারীরিক
ভ্রূণহত্যাকারী’র বিধান বিধিত
গরুড় পুরানে
দার্শনিকের মৃত্যু
ঈশ্বর ও সৃষ্টি অতীত !-০২.০৭.২০২০


বেনামি তুমি

স্মৃতিদের ব্যাখ্যা হয়না 
তারা তুমি কেন্দ্রিক 
তুমি সংজ্ঞাটা নিরাকার 
প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা 
সংলাপ বেদনা সমন্বয় 
অক্ষত থাক নাভি 
পরিবার সমাজ বেনামি(তুমি)!-০১.০৭.২০২০

অকিঞ্চিৎকর

চেনা বৃত্ত
চেনা পথ চলা
চেনা মৃত্যু
অচেনা কেবল জীবন
সে বৃত্ত ভাঙতে চায়
বাঁচতে চায়
মুক্ত আকাশ
জ্যোৎস্না রঙিন
মন চায় বিহ্বলতা
অব্যাহত অনুসন্ধিৎসা অকিঞ্চিৎকর !-০১.০৭.২০২০

অতীত ও আগামী

একা সময়
হাতড়ে আস্তাকুঁড়
একটা সাদা খাম
খামে একটা চিঠি
তাতে লেখা
প্রতি ,
অতীত
অনুসন্ধিৎসা অব্যাহত
চিঠি ক্রমশঃ
‘একদিন আমরা থাকবোনা ,
থাকবেনা অভিমান
প্রজন্ম আসবে
ওরা জানবে
আমাদের অভিমানের কথা ;
এই চিঠিটা যত্নে রেখো
প্রজন্ম ‘রা যেন আস্থা না হারায়
ওরা যেন ভালোবাসে ‘
ইতি ,
আগামী -০১.০৭.২০২০