Wednesday, 1 July 2020

অতীত ও আগামী

একা সময়
হাতড়ে আস্তাকুঁড়
একটা সাদা খাম
খামে একটা চিঠি
তাতে লেখা
প্রতি ,
অতীত
অনুসন্ধিৎসা অব্যাহত
চিঠি ক্রমশঃ
‘একদিন আমরা থাকবোনা ,
থাকবেনা অভিমান
প্রজন্ম আসবে
ওরা জানবে
আমাদের অভিমানের কথা ;
এই চিঠিটা যত্নে রেখো
প্রজন্ম ‘রা যেন আস্থা না হারায়
ওরা যেন ভালোবাসে ‘
ইতি ,
আগামী -০১.০৭.২০২০

No comments: