মাস গেলে হাজার পনেরো
পুঁজিবাদের উচ্ছিষ্ট খেয়ে
বাঙালি বেশ আছে !
বিবিএ করছে এমবিএ কম্পার্ট
তবুও বাঙালি ভালো আছে !
গর্ব কম নয়
নিজের পায়ে দাঁড়িয়ে
নোবেলের ছড়াছড়ি ঘরে ঘরে
সাম্রাজ্যবাদ নিপাত যাক !
রা কাটেনা আধুনিকতার
ব্রালেস ফ্যাশন কিনা
বিছানায় বিপ্লব
সেও আমাদের আবিষ্কার !
মন পরিষ্কার
নর্দমায় জমা ভ্রূণ !
ডিজিটাল বিপ্লবী
সেই বাঙালি
মাস গেলে হাজার পনেরো
আমার চাকরি টা হবেতো স্যার ?-০২.০৭.২০২০
পুঁজিবাদের উচ্ছিষ্ট খেয়ে
বাঙালি বেশ আছে !
বিবিএ করছে এমবিএ কম্পার্ট
তবুও বাঙালি ভালো আছে !
গর্ব কম নয়
নিজের পায়ে দাঁড়িয়ে
নোবেলের ছড়াছড়ি ঘরে ঘরে
সাম্রাজ্যবাদ নিপাত যাক !
রা কাটেনা আধুনিকতার
ব্রালেস ফ্যাশন কিনা
বিছানায় বিপ্লব
সেও আমাদের আবিষ্কার !
মন পরিষ্কার
নর্দমায় জমা ভ্রূণ !
ডিজিটাল বিপ্লবী
সেই বাঙালি
মাস গেলে হাজার পনেরো
আমার চাকরি টা হবেতো স্যার ?-০২.০৭.২০২০
No comments:
Post a Comment