Wednesday, 1 July 2020

দার্শনিকের মৃত্যু

মুহূর্তদের অভিজ্ঞান দিয়ে
লেখা হবে ইতিহাস
সে হবে ঐতিহাসিক
সেই শুধু জানবে
দার্শনিকের মৃত্যু সহজ নয়
মৃত্যু সচরাচর
আংশিক ক্ষেত্রবিশেষে
পূর্ণাঙ্গ মৃত্যু সে কেবল শারীরিক
ভ্রূণহত্যাকারী’র বিধান বিধিত
গরুড় পুরানে
দার্শনিকের মৃত্যু
ঈশ্বর ও সৃষ্টি অতীত !-০২.০৭.২০২০


No comments: