Thursday, 3 April 2014

~গুরু-দক্ষিনা ~

শ্রদ্ধেয় গুরুদেব,
সবে মাত্র হাতে খড়ি;
শিশু-র যেমন চোখ ফোটে !
হতবাক আমি;
তুমি নেই...........!
সান্ত্বনা দেওয়ার
ভাষা কোথায় ........!
কোন অভিধানে
বলতে পারো তুমি.......!
আমি জানি
তুমিও পারবে না...!!!
তবে হবে আমার
দ্রোণাচার্য
যদি হই
একলব্য........!!!!!!!-০৩.০৪.২০১৪

No comments: