Tuesday, 30 April 2019

অপ্রেমিক বেণীমাধব

বয়ে যাওয়া সময়
রূপান্তরে দর্পন
দৃষ্টি সুখ
তবুও যেন
অন্তঃসারশূন্য !

বীজ বিহঙ্গ ভূমি
সৃষ্টির প্রেখ্হিতে অসহিষ্ণুতা !

মান্ধাতার বিভাজিকা
স্বরলিপি ও সঙ্গম
নির্বিকার এক নদী বয়ে যায়
অঙ্গীকার হীন পৌরুষ
অপ্রেমিক বেণীমাধব !-০১.০৫.২০১৯

Monday, 29 April 2019

আমি ফিরবোনা...

নিজেকে দেওয়া কথা
সে কথা ভাঙবো কি করে
পিছন ফেরা হবেনা আর
পিছুটান আছে
চোখে জল আসে তাই
ডেকো না আমায়
আমি ফিরবোনা !-৩০.০৪.২০১৯

Friday, 26 April 2019

সোচ্চার

মুক্তি অভ্যাসের দাস
মৃদুভাষী অপেক্ষাদের
স্বরলিপি সচরাচর শোনেনা সময়
কবিতা'র খুব মন খারাপ
রক্তের মতই সাবলীল উপেক্ষা
পরিবর্তন আসে
আনে সময়
আরও আসে অপচয়
উপেক্ষিত অবক্ষয়
আদান ও প্রদান
মাংসের স্তুপে সেদিন
সাদা পায়রা ঘুমায়
নিষ্পাপ তার দৃষ্টি
মুক্তি অভ্যাসের দাস
মৃদুভাষী অপেক্ষাদের
স্বরলিপি সোচ্চার শোনেনা সময় !-২৭.০৪.২০১৯

Thursday, 18 April 2019

যদি না তুই ভালো থাকিস

অভ্যেস নেই
আসেনা আমার লেখা
যদি না তুই ভালো থাকিস
চোখ বুজে থাকি
কত সময় কেটে যায়
নির্জন চরাচরে সময়ের চোরাবালি
স্বরলিপি লিখবে সংলাপ
নিষ্পাপ এক মন তা পারে
আসেনা আমার লেখা
যদি না তুই ভালো থাকিস !-১৮.০৪.২০১৯

Thursday, 4 April 2019

পরিচিত পরাজয়

বিবেকের কাছে নতজানু
পরিচিত পরাজয়
আপেক্ষিক প্রতিকূলতা
ভালোবাসা দীর্ঘজীবী হও !

প্রিয় মৃত্যু'র ছায়া থাক
থাক রোগ থাকুক জড়া
তুমিও থেকো
আমিও থাকি !

অসৎ থাক অভাব থাক
প্রেক্ষাপটের অতীত
মোহনায় একদিন মুখোমুখি
বিবেকের কাছে নতজানু !

পরিচিত পরাজয় ....-০৪.০৪.২০১৯

Tuesday, 2 April 2019

মন থেকে লেখা

ক্লান্ত অবসন্ন
পথ ও পাথেয়
পিছুটান তোমার
অনাসক্তি আমার
বিবেকের কাছে হেরে যায়
বয়েসের আত্মগোপন
মনের কথা লেখা হয়না
মন থেকে লেখা হয়না !-০২.০৪.২০১৯

নিমেষের পলকে

যোগাযোগ নিভে আসে
ভালোবাসা
নিমেষের পলকে
রাজপ্রাসাদের ভিড়ে
ফকির
আমি আকাশ খুঁজি
অদম্য তৃষ্ণা
নিমেষের পলকে
কত যুগ কেটে যায়
তুই প্রেমিকা থেকে মা হোস
আমি প্রেমিক থেকে যাই
পিতৃত্ব আমার আসেনা !-০২.০৪.২০১৯

Monday, 1 April 2019

মধুচন্দ্রিমায়...

রোদ্দুর ছবি আমার বুকে
আগুন তোর চোখে
ছাই হয়ে যায় জল
ধোঁয়া ধোঁয়া
বিকেলে
পথ হাটি
তোর চোখে
আমার বুকে তোর বাসা
ভালোবাসা হয়না বলিস
আমার নিঃস্বাসে ভাসাবো আয়
বিশ্সাস করিস আমায়
আয় তোকে বৃষ্টি দেবো
নিয়ন আলোয় ছোঁবো না
তোকে দেখবো মধুচন্দ্রিমায় ! - ০১.০৪.২০১৯