রোদ্দুর ছবি আমার বুকে
আগুন তোর চোখে
ছাই হয়ে যায় জল
ধোঁয়া ধোঁয়া
বিকেলে
পথ হাটি
তোর চোখে
আমার বুকে তোর বাসা
ভালোবাসা হয়না বলিস
আমার নিঃস্বাসে ভাসাবো আয়
বিশ্সাস করিস আমায়
আয় তোকে বৃষ্টি দেবো
নিয়ন আলোয় ছোঁবো না
তোকে দেখবো মধুচন্দ্রিমায় ! - ০১.০৪.২০১৯
আগুন তোর চোখে
ছাই হয়ে যায় জল
ধোঁয়া ধোঁয়া
বিকেলে
পথ হাটি
তোর চোখে
আমার বুকে তোর বাসা
ভালোবাসা হয়না বলিস
আমার নিঃস্বাসে ভাসাবো আয়
বিশ্সাস করিস আমায়
আয় তোকে বৃষ্টি দেবো
নিয়ন আলোয় ছোঁবো না
তোকে দেখবো মধুচন্দ্রিমায় ! - ০১.০৪.২০১৯
No comments:
Post a Comment