Thursday, 18 April 2019

যদি না তুই ভালো থাকিস

অভ্যেস নেই
আসেনা আমার লেখা
যদি না তুই ভালো থাকিস
চোখ বুজে থাকি
কত সময় কেটে যায়
নির্জন চরাচরে সময়ের চোরাবালি
স্বরলিপি লিখবে সংলাপ
নিষ্পাপ এক মন তা পারে
আসেনা আমার লেখা
যদি না তুই ভালো থাকিস !-১৮.০৪.২০১৯

No comments: