বিবেকের কাছে নতজানু
পরিচিত পরাজয়
আপেক্ষিক প্রতিকূলতা
ভালোবাসা দীর্ঘজীবী হও !
প্রিয় মৃত্যু'র ছায়া থাক
থাক রোগ থাকুক জড়া
তুমিও থেকো
আমিও থাকি !
অসৎ থাক অভাব থাক
প্রেক্ষাপটের অতীত
মোহনায় একদিন মুখোমুখি
বিবেকের কাছে নতজানু !
পরিচিত পরাজয় ....-০৪.০৪.২০১৯
পরিচিত পরাজয়
আপেক্ষিক প্রতিকূলতা
ভালোবাসা দীর্ঘজীবী হও !
প্রিয় মৃত্যু'র ছায়া থাক
থাক রোগ থাকুক জড়া
তুমিও থেকো
আমিও থাকি !
অসৎ থাক অভাব থাক
প্রেক্ষাপটের অতীত
মোহনায় একদিন মুখোমুখি
বিবেকের কাছে নতজানু !
পরিচিত পরাজয় ....-০৪.০৪.২০১৯
No comments:
Post a Comment