Tuesday, 30 April 2019

অপ্রেমিক বেণীমাধব

বয়ে যাওয়া সময়
রূপান্তরে দর্পন
দৃষ্টি সুখ
তবুও যেন
অন্তঃসারশূন্য !

বীজ বিহঙ্গ ভূমি
সৃষ্টির প্রেখ্হিতে অসহিষ্ণুতা !

মান্ধাতার বিভাজিকা
স্বরলিপি ও সঙ্গম
নির্বিকার এক নদী বয়ে যায়
অঙ্গীকার হীন পৌরুষ
অপ্রেমিক বেণীমাধব !-০১.০৫.২০১৯

No comments: