Tuesday, 18 May 2021

গৃহলক্ষী

 বৃষ্টি ভেজা শহর

কী করছে ওরা আজকাল

যারা একদিন আকাশ ছিলো

হেফাজতে রাখা হয়নি যাদের

মেঘা তামান্না নুসরাত ঝুমা 

কেউ প্রতিশ্রুতি দিয়েছেন কথা রাখেননি

ঘর ছাড়া অলক্ষী পথে রক্ষায় গৃহলক্ষী

পদবি না হয় সামান্য

সৈকত ছাড়া সমুদ্র যেমন বেমানান !

-১৮.০৫.২০২১

No comments: