Saturday, 22 May 2021

কেমন আছো ?

 কেমন আছো ?


জড়তা এনেছে 

অনভ্যাস


উত্তরের অপেক্ষা

স্মৃতির নদীগুলো 

এলোমেলো


অন্তবর্তী জামিন 

নামঞ্জুর.....


সূর্যাস্ত 

আজান শোনা যায়


মাপ করবেন...

কে আপনি

উওর আসে ! 


২২.০৫.২০২১

2 comments:

Anonymous said...

বিষাদের জঙ্গল (সূর্যাস্তে প্রেম)

জানো,
মন ভেঙে তৈরি এখন
বিষন্ন উদাসের জঙ্গল
তোমার স্মৃতির অর্থহীন উপদ্রব
হুটহাট শরীর খোলে না
বন্য গন্ধ গায়ে মাখে না
সর্বত্র লিউকোপ্লাস্ট মেখে
সদাহাস্য মুখে হরেকৃষ্ণ

অভ্যাসমতো তোমাকে আগলে রাখব
লেখা প্র্যাকটিস করতে করতে
কখন যে ছিটকে পড়েছি
বগলে চাপা
সেলের ২২ নম্বর ঘরটার
তুমি নামক
কয়েদীর ফাইলটার ভেতর
'বিশ্রাম নাও, ঘুমোও, অসুস্হ হলে
কী হবে?"
তারাদের চরিএ বোঝা যায় না
ইতিহাস
কবির কথার তির্যক প্রবেশ
"তোমার সেবাদাসী হওয়ার সাধ পূর্ণ হল"

এসব নীতিবোধ নিয়ে কেবল পিছোই
তীব্রগতিতে পাশ দিয়ে চলে যায় যে ছায়া
মগজে শুধু তোমার মুখ, মাদক চাহনি
তোমার কফিনে ফিরে আসে সকালের গান
পায়ে পায়ে হাঁটছে বিষাদ
অনিয়ম করে ঘুঙুরের শব্দ
ভুলে যাচ্ছি বর্নমালা
অনুতাপ হয়
ইতি তোমার ভালোবাসা।

Anonymous said...

বিষাদের জঙ্গল (সূর্যাস্তে প্রেম)

জানো,
মন ভেঙে তৈরি এখন
বিষন্ন উদাসের জঙ্গল
তোমার স্মৃতির অর্থহীন উপদ্রব
হুটহাট শরীর খোলে না
বন্য গন্ধ গায়ে মাখে না
সর্বত্র লিউকোপ্লাস্ট মেখে
সদাহাস্য মুখে হরেকৃষ্ণ

অভ্যাসমতো তোমাকে আগলে রাখব
লেখা প্র্যাকটিস করতে করতে
কখন যে ছিটকে পড়েছি
বগলে চাপা
সেলের ২২ নম্বর ঘরটার
তুমি নামক
কয়েদীর ফাইলটার ভেতর
'বিশ্রাম নাও, ঘুমোও, অসুস্হ হলে
কী হবে?"
তারাদের চরিএ বোঝা যায় না
ইতিহাস
কবির কথার তির্যক প্রবেশ
"তোমার সেবাদাসী হওয়ার সাধ পূর্ণ হল"

এসব নীতিবোধ নিয়ে কেবল পিছোই
তীব্রগতিতে পাশ দিয়ে চলে যায় যে ছায়া
মগজে শুধু তোমার মুখ, মাদক চাহনি
তোমার কফিনে ফিরে আসে সকালের গান
পায়ে পায়ে হাঁটছে বিষাদ
অনিয়ম করে ঘুঙুরের শব্দ
ভুলে যাচ্ছি বর্নমালা
অনুতাপ হয়
ইতি তোমার ভালোবাসা।