অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা !
অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন !
...........গৌরব
Saturday, 22 May 2021
কেমন আছো ?
কেমন আছো ?
জড়তা এনেছে
অনভ্যাস
উত্তরের অপেক্ষা
স্মৃতির নদীগুলো
এলোমেলো
অন্তবর্তী জামিন
নামঞ্জুর.....
সূর্যাস্ত
আজান শোনা যায়
মাপ করবেন...
কে আপনি
উওর আসে !
২২.০৫.২০২১
2 comments:
Anonymous
said...
বিষাদের জঙ্গল (সূর্যাস্তে প্রেম)
জানো, মন ভেঙে তৈরি এখন বিষন্ন উদাসের জঙ্গল তোমার স্মৃতির অর্থহীন উপদ্রব হুটহাট শরীর খোলে না বন্য গন্ধ গায়ে মাখে না সর্বত্র লিউকোপ্লাস্ট মেখে সদাহাস্য মুখে হরেকৃষ্ণ
অভ্যাসমতো তোমাকে আগলে রাখব লেখা প্র্যাকটিস করতে করতে কখন যে ছিটকে পড়েছি বগলে চাপা সেলের ২২ নম্বর ঘরটার তুমি নামক কয়েদীর ফাইলটার ভেতর 'বিশ্রাম নাও, ঘুমোও, অসুস্হ হলে কী হবে?" তারাদের চরিএ বোঝা যায় না ইতিহাস কবির কথার তির্যক প্রবেশ "তোমার সেবাদাসী হওয়ার সাধ পূর্ণ হল"
এসব নীতিবোধ নিয়ে কেবল পিছোই তীব্রগতিতে পাশ দিয়ে চলে যায় যে ছায়া মগজে শুধু তোমার মুখ, মাদক চাহনি তোমার কফিনে ফিরে আসে সকালের গান পায়ে পায়ে হাঁটছে বিষাদ অনিয়ম করে ঘুঙুরের শব্দ ভুলে যাচ্ছি বর্নমালা অনুতাপ হয় ইতি তোমার ভালোবাসা।
জানো, মন ভেঙে তৈরি এখন বিষন্ন উদাসের জঙ্গল তোমার স্মৃতির অর্থহীন উপদ্রব হুটহাট শরীর খোলে না বন্য গন্ধ গায়ে মাখে না সর্বত্র লিউকোপ্লাস্ট মেখে সদাহাস্য মুখে হরেকৃষ্ণ
অভ্যাসমতো তোমাকে আগলে রাখব লেখা প্র্যাকটিস করতে করতে কখন যে ছিটকে পড়েছি বগলে চাপা সেলের ২২ নম্বর ঘরটার তুমি নামক কয়েদীর ফাইলটার ভেতর 'বিশ্রাম নাও, ঘুমোও, অসুস্হ হলে কী হবে?" তারাদের চরিএ বোঝা যায় না ইতিহাস কবির কথার তির্যক প্রবেশ "তোমার সেবাদাসী হওয়ার সাধ পূর্ণ হল"
এসব নীতিবোধ নিয়ে কেবল পিছোই তীব্রগতিতে পাশ দিয়ে চলে যায় যে ছায়া মগজে শুধু তোমার মুখ, মাদক চাহনি তোমার কফিনে ফিরে আসে সকালের গান পায়ে পায়ে হাঁটছে বিষাদ অনিয়ম করে ঘুঙুরের শব্দ ভুলে যাচ্ছি বর্নমালা অনুতাপ হয় ইতি তোমার ভালোবাসা।
2 comments:
বিষাদের জঙ্গল (সূর্যাস্তে প্রেম)
জানো,
মন ভেঙে তৈরি এখন
বিষন্ন উদাসের জঙ্গল
তোমার স্মৃতির অর্থহীন উপদ্রব
হুটহাট শরীর খোলে না
বন্য গন্ধ গায়ে মাখে না
সর্বত্র লিউকোপ্লাস্ট মেখে
সদাহাস্য মুখে হরেকৃষ্ণ
অভ্যাসমতো তোমাকে আগলে রাখব
লেখা প্র্যাকটিস করতে করতে
কখন যে ছিটকে পড়েছি
বগলে চাপা
সেলের ২২ নম্বর ঘরটার
তুমি নামক
কয়েদীর ফাইলটার ভেতর
'বিশ্রাম নাও, ঘুমোও, অসুস্হ হলে
কী হবে?"
তারাদের চরিএ বোঝা যায় না
ইতিহাস
কবির কথার তির্যক প্রবেশ
"তোমার সেবাদাসী হওয়ার সাধ পূর্ণ হল"
এসব নীতিবোধ নিয়ে কেবল পিছোই
তীব্রগতিতে পাশ দিয়ে চলে যায় যে ছায়া
মগজে শুধু তোমার মুখ, মাদক চাহনি
তোমার কফিনে ফিরে আসে সকালের গান
পায়ে পায়ে হাঁটছে বিষাদ
অনিয়ম করে ঘুঙুরের শব্দ
ভুলে যাচ্ছি বর্নমালা
অনুতাপ হয়
ইতি তোমার ভালোবাসা।
বিষাদের জঙ্গল (সূর্যাস্তে প্রেম)
জানো,
মন ভেঙে তৈরি এখন
বিষন্ন উদাসের জঙ্গল
তোমার স্মৃতির অর্থহীন উপদ্রব
হুটহাট শরীর খোলে না
বন্য গন্ধ গায়ে মাখে না
সর্বত্র লিউকোপ্লাস্ট মেখে
সদাহাস্য মুখে হরেকৃষ্ণ
অভ্যাসমতো তোমাকে আগলে রাখব
লেখা প্র্যাকটিস করতে করতে
কখন যে ছিটকে পড়েছি
বগলে চাপা
সেলের ২২ নম্বর ঘরটার
তুমি নামক
কয়েদীর ফাইলটার ভেতর
'বিশ্রাম নাও, ঘুমোও, অসুস্হ হলে
কী হবে?"
তারাদের চরিএ বোঝা যায় না
ইতিহাস
কবির কথার তির্যক প্রবেশ
"তোমার সেবাদাসী হওয়ার সাধ পূর্ণ হল"
এসব নীতিবোধ নিয়ে কেবল পিছোই
তীব্রগতিতে পাশ দিয়ে চলে যায় যে ছায়া
মগজে শুধু তোমার মুখ, মাদক চাহনি
তোমার কফিনে ফিরে আসে সকালের গান
পায়ে পায়ে হাঁটছে বিষাদ
অনিয়ম করে ঘুঙুরের শব্দ
ভুলে যাচ্ছি বর্নমালা
অনুতাপ হয়
ইতি তোমার ভালোবাসা।
Post a Comment