Sunday, 9 May 2021

নগ্ন বাস্তব

সহবাসের হদিস মিলছে

আফসোসের কথা বলেন যিনি

উনি আমার গল্পের নায়ক 

বিবিধ প্রসঙ্গ টেনে হলফ করেন

অতিষ্ঠ প্রতিবেশীর ভূমিকায় অতীত

গ্রাম ছাড়া শহরের যুবতী বুকে ওড়না

গল্পের নায়ক মুখে হাসি ফোটাতে

উপহার আনে আলো মাটি চার দেওয়াল

ভালো থাকবে এই তার পৃথিবী

ক্ষত জমে ঋতু বদলে অধিকারের পালাবদল

নায়িকা এবং স্বপ্ন নতুনভাবে শুরু ! -০৯.০৫.২০২১

No comments: