Sunday, 23 May 2021

ন্যায়

জীবনের অনেক অজানা

সত্য ও সুন্দরের পথে !

যারা অভিনয় করেছেন

মুহাম্মদ-গালিব-জিন্নাহ !

রাস্ট্রের পিতা হলেন গান্ধী

পুনরাবৃত্তি দেখি সর্বএ !

নির্যাতিত যারা তাদের জন্য

হয়না কেন নির্বাচন !

মানুষ অবুঝ মানি

জানি গনতন্ত্রে ন্যায় সময় সাপেক্ষ !

কেউ যাযাবর কেউ বর্বর

জাহাঙ্গীর থেকে হিটলার !

ভাষা অনেক তবুও হিংসা

অজ্ঞ যদি না জানি ক্ষমা !

জীবনের অনেক অজানা

সত্য ও সুন্দরের পথে !


২৩.০৫.২০২১


No comments: