Sunday, 29 March 2015

অনুরাগ ...

তোমাকে ভালোবাসি
সে কোন অনন্তকাল থেকে
যখন ভাষার উদ্ভব হয়নি
বেদের অপর নাম শ্রুতি
প্রেমের তদাপি অনুরাগ !২৯.০৩.২০১৫

উত্তরে কি সেদিন....

প্রশ্ন কেবল একটাই 
উত্তরে কি সেদিন দখিনা বয়েছিল !-২৯.০৩.২০১৫

বাঁচতে চাই...

অসময়ের গ্লানি 
হারিয়েছি !
সেও বাঁধেনি 
তবে কেন 
আজ শ্রাবনে 
ধু ধু মরু প্রান্তর !
কেউ আমায় জল দাও 
আমি বাঁচতে চাই !-২৯.০৩.২০১৫

দায়.....

ডুবতে চেয়েছিলাম 
তল খোঁজার দায়..... 
তো ছিল না !-২৯.০৩.২০১৫

অনুরোধ .....

অনুরোধ উপেক্ষা করেছি 
অপরাধ নিয়েছি মাথা পেতে 
ভালোবাসা কি কেবলি অসহায় 
নিখোঁজ আমি সন্ধানী তুমি 
কি হয় যদি হই একাকার !-২৮.০৩.২০১৫

তোর্ নিমন্ত্রণ.....

তোর্ নিমন্ত্রণ
করা হয়নি অবহেলা 
ইচ্ছেরা তাই আজও
সভ্যতা সন্ধানী !-২৭.০৩.২০১৫

চেয়ে দেখ ..

সুখ অসুখের দোলে
কাটছে জীবন বেশ
চোখ মেললেই অসীম আকাশ
চেয়ে দেখ
কোনো পথ
আজও চেয়ে রয়েছে
কোথায় তুই.......!!!-২৬.০৩.২০১৫

তারিখ ছিলনা ......

তারিখ ছিলনা 
সেদিনও প্রেম ছিল
তুই ভুলে যাসনা 
আমি কিন্তু মনে রেখেছি !-২৫.০৩.২০১৫

আমি অমর....

তোর্ রূপে
তোকে মুক্তি
তোর্ দোষে
আমি অমর !-২৪.০৩.২০১৫

তোর্ পথ চেয়ে থাকি....

তোর্ কি ক্লান্তি নেই
বুকে মাথা গুজেও
দিব্যি কাঁদতে পারিস !
আমাকে দেখ
গোটা আকাশটা-কে
ঘর করেছি
তবুও তোর্ পথ চেয়ে থাকি !-২৪.০৩.২০১৫

তোকে ঘিরে......

তুই বুঝতে চাসনা 
বলেই তো 
তোকে ঘিরেই 
বুনো স্বপ্নগুলো 
সভ্যতার আলো দেখে 
রোজ রোজ !-২৪.০৩.২০১৫

হাহাকার...

দাবিহীন ভালোবাসা
তাই নিরন্তর হাহাকার !-২৪.০৩.২০১৫

Saturday, 28 March 2015

ক্ষুদিত এ পাষান...

এক আকাশ তৃষ্ণা বুকে 
তাই আমি চাতক হতে চাইনা
মরুভূমি আমার আত্মায় মিশে 
ক্ষুদিত এ পাষান আজনম !-১৮.০৩.২০১৫

একটা ঢেউ ...

একটা ঢেউ যথেষ্ট ছিল 
শামুক কি ঝিনুকের জায়গা নিতে পারে !-১৬.০৩.২০১৫

ভালোবাসা কি ভাষা বোঝে .....

তোমাকে একটা কবিতা'র নাম যদি দিই
তোমাকে ডাকি যদি নদী বলে 
নিজের পথ পারবে না খুঁজে নিতে 
পাথরের বুক চিরে পারবে না বয়ে যেতে 
কখনও উত্তাল কখনও স্নিগ্ধ 
সভ্যতার জন্মদাত্রী নও যে শুধু
তুলেছো মুখে অন্ন!
কখনও যদি বাদল ঘনায়
ঝরি যদি অঝোরে
টেনে নেবে না বুকে
ভালোবাসা কি ভাষা বোঝে
মেঘ ছুঁয়েছে জল
সেই থেকে আমি তোমার !-১৪.০৩.২০১৫

বৃষ্টি ছুঁলো জল

বৃষ্টি ছুঁলো জল 
তোকে কতদিন দেখিনি !-১৩.০৩.২০১৫

আলাদা হলি কি করে........

হারানো দিন 
হাতড়ে
খুঁজেছি তোকে 
বুঝিনি আজও
আলাদা হলি কি করে ! -১৩.০৩.২০১৫

অধর্ম .....

ধর্ম হারিয়েছো
সেদিন 
যেদিন কাপড়ে 
ঢেকেছো সুন্দর !-১১.০৩.২০১৫

Wednesday, 11 March 2015

তুমি কি স্বাধীন ....

তুমি কি স্বাধীন
না ভুল বুঝোনা
আঘাত করার অভিপ্রায় নয়
জানিনা কেন তোমার স্বাধীনতায়
আমাদের বাঁধ ভাঙ্গে !
অনেক ভেবেছি কুল পাইনি
তাই ভাবলাম যদি তোমার জানা থাকে
তুমি জানো সে আমি জানি
কঠোর প্রকৃতির নিয়মে তবু দাস আজও
তাই নিজেকে করি প্রশ্ন
আমি কি.......!১১.০৩.২০১৫

Tuesday, 10 March 2015

প্রানে প্রেম .......

মৃত এ সভ্যতা
আমি দিয়েছি প্রান
ক্যান্সার দুষ্ট অনাহার ক্লিষ্ট
আমি দিয়েছি ওকে অমৃত !
টেনে তুলেছি
কালের গহ্বর থেকে
স্রষ্টা আমায় শক্তি দিয়েছেন
আমি করেছি সৃষ্টি !
ভুলে যেওনা
যতবার তুমি গেছো রসাতলে
অগ্নিপরিখা করেছি পার !
সাগর মন্থনে
এসেছে যে গরল
করেছি ধারণ !
সে তোমায় দিতে মুক্তি
গরল নীল্ ;কামনা নীল্
মিল খুঁজেছো শুধু
আর পথ হারিয়েছো !
পারো যদি ফিরিয়ে দাও
যে ক'টা মুহূর্ত তোমার স্মৃতি মন্থনে
মৃত্যু কে আপন করতে চেয়েছি
হতেই পারি দেবাদিদেব
প্রানে প্রেম
আমার ও ছিল !!!-১০.০৩.২০১৫

Monday, 9 March 2015

সৃষ্টি বিরল...

স্রষ্টা উন্মাদ
তাইতো
সৃষ্টি বিরল !-১০.০৩.২০১৫

বিরল ..

এক বিছানায় শুয়েও
তো
আলাদা হয়
আমাদের প্রেম
তো
ভার্চুয়াল !-১০.০৩.২০১৫

Saturday, 7 March 2015

আলেয়া'

আলোর পথিক
কেন ছুটিস
আলেয়া'র পিছু !-০৭.০৩.২০১৫ 

Thursday, 5 March 2015

ফাগুন লাগুক মনে-মনে.......

রং সকল
আসুক জীবনে
মুছে যাক আঁধার !
মুক্ত মনের
সুপ্ত বাণী
মেলে ধরো রামধনু !
ছড়িয়ে দাও
আনন্দ ধন
ফাগুন লাগুক মনে-মনে!-০৫.০৩.২০১৫

Wednesday, 4 March 2015

হারিয়েছি আত্মা

আজ বহুদিন
দেখিনি আয়না
চোখ গুলো কি স্বপ্ন বিভোর আজও
ক্লান্তি নেই কেন ওদের !
আজও বুঝিনি -
যতবার ভেবেছি
ভাঙ্গা কার্নিশ
চোখের সামনে ভেসেছে
বারে বারে !
ক্লান্ত কলম ভ্রান্তি বিলাসের অবকাশ রাখেনি
শুধু একটু সাহস জোটাতে পারিনি
না
আমি কাপুরুষ নই !
তবে
মুখ ফুটে বলতে বাধে
বাধে বলতে আমি পারিনি কথা রাখতে
বাধে বলতে আমি পারিনি কথা দিতে !
উপলব্ধি ও সত্য যে এক নয়
আমি মেনে নিয়েছি প্রাণে
হারাতে রাজি মিথ্যা উপলব্ধি
পারিনি ভুলে যেতে সত্যে নির্বিকার
আমি ! -০৪.০৩.২০১৫

Tuesday, 3 March 2015

দিলাম তোমাকে.........

মাঝে মাঝে ডুবে যাই
ডুবে যেতে হয় !
হারাতে চাই না
তবুও চোখ জলে ভিজে আসে !
হলুদ পাতার পান্ডুলিপি
উল্টে পাল্টে দেখি
যেখানে লিখেছিলে
প্রেমের স্বরলিপি !
একদিন -
ভুলে যাইনি আজও
তাই
মনে করতে পারি !
তাল সুর নাই থাক
সে স্বরলিপি তে
ভালোবাসা কথা টা
আমি শুনেছিলাম !
নীরবে -
বুঝেছিলাম আত্মায়
লিখলাম কবিতায়
দিলাম তোমাকে..............!.....!....!...!..!--০৩.০৩.২০১৫

Sunday, 1 March 2015

জটিল ব্যাকরণ.........

জটিল ব্যাকরণ
তাই সহজ কথায় বলি
ধর্ম শুল হলে
মানুষ খুন হয়
ধারণ করিনি
চাইনা করতে
মৃত্যু কে জানাই স্বাগত !!!-০১.০৩.২০১৫