Saturday, 28 March 2015

ভালোবাসা কি ভাষা বোঝে .....

তোমাকে একটা কবিতা'র নাম যদি দিই
তোমাকে ডাকি যদি নদী বলে 
নিজের পথ পারবে না খুঁজে নিতে 
পাথরের বুক চিরে পারবে না বয়ে যেতে 
কখনও উত্তাল কখনও স্নিগ্ধ 
সভ্যতার জন্মদাত্রী নও যে শুধু
তুলেছো মুখে অন্ন!
কখনও যদি বাদল ঘনায়
ঝরি যদি অঝোরে
টেনে নেবে না বুকে
ভালোবাসা কি ভাষা বোঝে
মেঘ ছুঁয়েছে জল
সেই থেকে আমি তোমার !-১৪.০৩.২০১৫

No comments: