Wednesday, 4 March 2015

হারিয়েছি আত্মা

আজ বহুদিন
দেখিনি আয়না
চোখ গুলো কি স্বপ্ন বিভোর আজও
ক্লান্তি নেই কেন ওদের !
আজও বুঝিনি -
যতবার ভেবেছি
ভাঙ্গা কার্নিশ
চোখের সামনে ভেসেছে
বারে বারে !
ক্লান্ত কলম ভ্রান্তি বিলাসের অবকাশ রাখেনি
শুধু একটু সাহস জোটাতে পারিনি
না
আমি কাপুরুষ নই !
তবে
মুখ ফুটে বলতে বাধে
বাধে বলতে আমি পারিনি কথা রাখতে
বাধে বলতে আমি পারিনি কথা দিতে !
উপলব্ধি ও সত্য যে এক নয়
আমি মেনে নিয়েছি প্রাণে
হারাতে রাজি মিথ্যা উপলব্ধি
পারিনি ভুলে যেতে সত্যে নির্বিকার
আমি ! -০৪.০৩.২০১৫

No comments: