মাঝে মাঝে ডুবে যাই
ডুবে যেতে হয় !
হারাতে চাই না
তবুও চোখ জলে ভিজে আসে !
হলুদ পাতার পান্ডুলিপি
ডুবে যেতে হয় !
হারাতে চাই না
তবুও চোখ জলে ভিজে আসে !
হলুদ পাতার পান্ডুলিপি
উল্টে পাল্টে দেখি
যেখানে লিখেছিলে
প্রেমের স্বরলিপি !
একদিন -
ভুলে যাইনি আজও
তাই
মনে করতে পারি !
যেখানে লিখেছিলে
প্রেমের স্বরলিপি !
একদিন -
ভুলে যাইনি আজও
তাই
মনে করতে পারি !
তাল সুর নাই থাক
সে স্বরলিপি তে
ভালোবাসা কথা টা
আমি শুনেছিলাম !
নীরবে -
সে স্বরলিপি তে
ভালোবাসা কথা টা
আমি শুনেছিলাম !
নীরবে -
বুঝেছিলাম আত্মায়
লিখলাম কবিতায়
লিখলাম কবিতায়
দিলাম তোমাকে..............!.....!....!...!..!--০৩.০৩.২০১৫
No comments:
Post a Comment