Tuesday, 10 March 2015

প্রানে প্রেম .......

মৃত এ সভ্যতা
আমি দিয়েছি প্রান
ক্যান্সার দুষ্ট অনাহার ক্লিষ্ট
আমি দিয়েছি ওকে অমৃত !
টেনে তুলেছি
কালের গহ্বর থেকে
স্রষ্টা আমায় শক্তি দিয়েছেন
আমি করেছি সৃষ্টি !
ভুলে যেওনা
যতবার তুমি গেছো রসাতলে
অগ্নিপরিখা করেছি পার !
সাগর মন্থনে
এসেছে যে গরল
করেছি ধারণ !
সে তোমায় দিতে মুক্তি
গরল নীল্ ;কামনা নীল্
মিল খুঁজেছো শুধু
আর পথ হারিয়েছো !
পারো যদি ফিরিয়ে দাও
যে ক'টা মুহূর্ত তোমার স্মৃতি মন্থনে
মৃত্যু কে আপন করতে চেয়েছি
হতেই পারি দেবাদিদেব
প্রানে প্রেম
আমার ও ছিল !!!-১০.০৩.২০১৫

No comments: