Sunday, 29 March 2015

তোর্ পথ চেয়ে থাকি....

তোর্ কি ক্লান্তি নেই
বুকে মাথা গুজেও
দিব্যি কাঁদতে পারিস !
আমাকে দেখ
গোটা আকাশটা-কে
ঘর করেছি
তবুও তোর্ পথ চেয়ে থাকি !-২৪.০৩.২০১৫

No comments: