Tuesday, 27 February 2018

যদি নাও বলতে ভালোবাসি

যদি বলতে অপেক্ষা জানি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে শুধু তুমি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে জ্যোৎস্না,ফুল ,আকাশ
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে বিদ্যুৎ,মেঘ বা বাতাস
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে আদি অনাদি ইত্যাদি
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে গঙ্গা ধরিত্রী গর্ভধারিনী
যদি নাও বলতে ভালোবাসি
যদি বলতে চোখ বুক নাভি
যদি নাও বলতে ভালোবাসি
তবুও বলতাম তুমি আমার !-২৭.০২.২০১৮

Friday, 23 February 2018

গতিহীন তোমারই মাঝে

তোমার কাছে বন্ধক
আমার অন্তরতর সত্তা
আমি অন্তহীন যদি হই
আমার আমি হোক তুমিময়
ভঙ্গুর আমি
আমি অস্থির
অনাস্থা আমার প্রতি রন্ধ্রে
তবুও আমি জানি
আমার শান্তি তোমার গভীরে
গভীরতর আমি গতিহীন তোমারই মাঝে !-২৩.০২.২০১৮

Wednesday, 21 February 2018

দুঃখ পোষা মেয়ে

মেয়েটা দুঃখ পোষে
ও'র যত ভালোলাগা সবটাই যান্ত্রিক
ও কাওকেই ভালো'বাসেনা
এমনকি আমাকেও মিথ্যা বলে
লক্ষ টাকা'র ঘড়ি আছে ও'র
তবুও তারা গোনে
এতো কিছু পেয়েও
মেয়েটা দুঃখ পোষে
আমি কথা দিয়েছি
কথা হয়তো অনেক বলি
তবে ও'কে ছোঁব না কোনোদিন
এমন নয় যে আমি নারী ছুইনা
তবে যা ছুঁয়েছি তা আমার হয়না
ও এসব জানেনা
আমার জীবনের জটিল অঙ্ক
ও'র সরল মন নেবেনা
ও নিজেকে ভাবে যেন কি আহামরি
জানেনা
যত দুঃখ ও'র সঞ্চয়ে থাক
আমার বুকে কাঁটা চেরা অনেক বেশি
শোন তবে দুঃখ পোষা মেয়ে ......
আমি তোরও হোবোনা
তুই থাকবি আমারই
আমি তোকে নেবো না ! - ২১.০২.২০১৮  

"বৌ"

ব্যবধান থেকেই যায়
অনস্বীকার্য এ অনটন
ব্যতিক্রমী হতে হতে
মানুষ
ক্রমশ:
ক্রোমোজোম কে আস্বীকার করে
যা রক্তের উত্তরাধিকার
তাকে সময় বদলাতে পারেনা
জীবনের স্রোত থেকে
বিচ্ছিন্ন জীবন
এমনি হয় যখন
তোমাকে ছাড়া থাকি 
আমার অনায়াস সত্তা'র অন্য নাম
তুমি
তাই তুমি আলাদা
প্রেমিকাদের ভিড়ে তুমি
"বৌ"!-২০.০২.২০১৮

Tuesday, 20 February 2018

অর্ধেক কথা'রা

অর্ধেক কথাগুলো বলা হয়নি 
অর্ধেক কথা'রা অপূর্ণ রয়ে গেছে 
তোমার আমার মাঝে জমে আছে 
এমন অনেক হিমবাহ 
জগদ্দল পাথর সব 
অর্ধেক কথা 
অর্ধেক থেকে গেছে !-২০.০২.২০১৮

Tuesday, 6 February 2018

অনিবার্য

সেই যে পথ ফেলে এসেছি
যে অংকের খাতায়
শুধু ত্রুটি বিচ্যুতি
আমার অপেক্ষা'রা কি গর্ভধারিনী
নাকি বেবাক বন্ধ্যাত্বের শূন্যতা
আগামী জুড়ে
কি অসহায় ছিল সে
আজ বুঝি
যে আত্মহনন বেছে নিলো
আমার তা নয়
মৃত্যু অনিবার্য
সহজাত বা পরিকল্পিত
আমিও চাই সেই অমোঘ প্রাপ্তি
মাথা'র পাশে মাছি বসছে
নিথর দেহ লুটিয়ে
সমতল বা অবতলে !-০৬.০২.২০১৮




তুমি কি শুনতে পাও

আমি ডেকেছি তোমাকে 
না জানি কত'বার
এই চলা'র পথ 
সহজ ছিলোনা একাকী পেরোনো 
সাড়া পাইনি 
হয়তো তুমি
ও পাওনি
আমার অনুরণন
আমার বৃদ্ধ চোখ
আজ বৃদ্ধ হয়তো তুমিও
অনেক শিথিল ,
দ্যুতিহীন ,
শীতল
চমক আমাকে টানেনি 

কোনোদিন
আজও তুমি আমার চোখে অনন্যা
তুমি কি শুনতে পাও প্রিয়া !-০৬.০২.০২১৮

নিজস্বতা নাকি নিঃস্বতা

উপেক্ষা অনেক সুন্দর 
তাতে মিথ্যা প্রতিশ্রুতি নেই 
আপেক্ষিক একাকিত্বের চেয়েও 
উপেক্ষা আমার প্রিয়
সুন্দর আর অসুন্দরের মধ্যেকার 
সমান্তরাল দূরত্ব
মিলনে পরকীয়া
টক,ঝাল ,নোনতা হলেও
তা তিক্ত নয়
তিক্ত কেবল উপেক্ষা
অনস্বীকার্য ও অবহেলিত'র
মধ্যবর্তী উপেক্ষা
সময়ের হাতে তুলে দেওয়া
নিজস্বতা নাকি নিঃস্বতা
দিনের শেষে
যাকে আমার ডাকি
সে তো তুমি
শুধু তুমি !-০৬.০২.২০১৮

উষা'র অবগাহনে

তোমার তো শীত সয়'না
কেন আঁধারে থাকো 
আমার কাছে এসো
জ্যোৎস্না স্নান অনেক হলো 
এসো উষা'র অবগাহনে !-০৬.০২.২০১৮

Friday, 2 February 2018

পরকীয়া সংজ্ঞায়িত

সহবাসের সঙ্গিনী
আকাঙ্খা'র
অনুমোদনে প্লাবিত
তাকে কি স্ত্রী করা যায় !
শ্রীময়ী মুখখানি
চাঁদের দোসর
তার কি
শুধু রক্ষিতা পরিচয় !
আমার আকাশ প্রমান হৃদয়
তারই মাঝে এক কুন্ড
তরল মন টালমাটাল
সে কি আমি হবে !
আমি নিজেকে হন্যে হয়ে খুঁজি
একদিন আমি মুখোমুখি
আমার স্বপ্নের আড়ালে সে
আমি প্রশ্ন করি !
আমি একা
"নির্যাতিতা "
আমি পৃথক
"পুরুষ" !
অজস্র ঢেউ জুড়ে
সাগর ডুবে যায়
বিন্দু'র আড়ালে
তুমি আমার ;এই আমার অঙ্গীকার ! - ০২.০২.২০১৮