Tuesday, 6 February 2018

তুমি কি শুনতে পাও

আমি ডেকেছি তোমাকে 
না জানি কত'বার
এই চলা'র পথ 
সহজ ছিলোনা একাকী পেরোনো 
সাড়া পাইনি 
হয়তো তুমি
ও পাওনি
আমার অনুরণন
আমার বৃদ্ধ চোখ
আজ বৃদ্ধ হয়তো তুমিও
অনেক শিথিল ,
দ্যুতিহীন ,
শীতল
চমক আমাকে টানেনি 

কোনোদিন
আজও তুমি আমার চোখে অনন্যা
তুমি কি শুনতে পাও প্রিয়া !-০৬.০২.০২১৮

No comments: