Friday, 23 February 2018

গতিহীন তোমারই মাঝে

তোমার কাছে বন্ধক
আমার অন্তরতর সত্তা
আমি অন্তহীন যদি হই
আমার আমি হোক তুমিময়
ভঙ্গুর আমি
আমি অস্থির
অনাস্থা আমার প্রতি রন্ধ্রে
তবুও আমি জানি
আমার শান্তি তোমার গভীরে
গভীরতর আমি গতিহীন তোমারই মাঝে !-২৩.০২.২০১৮

No comments: