মেয়েটা দুঃখ পোষে
ও'র যত ভালোলাগা সবটাই যান্ত্রিক
ও কাওকেই ভালো'বাসেনা
এমনকি আমাকেও মিথ্যা বলে
লক্ষ টাকা'র ঘড়ি আছে ও'র
তবুও তারা গোনে
এতো কিছু পেয়েও
মেয়েটা দুঃখ পোষে
আমি কথা দিয়েছি
কথা হয়তো অনেক বলি
তবে ও'কে ছোঁব না কোনোদিন
এমন নয় যে আমি নারী ছুইনা
তবে যা ছুঁয়েছি তা আমার হয়না
ও এসব জানেনা
আমার জীবনের জটিল অঙ্ক
ও'র সরল মন নেবেনা
ও নিজেকে ভাবে যেন কি আহামরি
জানেনা
যত দুঃখ ও'র সঞ্চয়ে থাক
আমার বুকে কাঁটা চেরা অনেক বেশি
শোন তবে দুঃখ পোষা মেয়ে ......
আমি তোরও হোবোনা
তুই থাকবি আমারই
আমি তোকে নেবো না ! - ২১.০২.২০১৮
ও'র যত ভালোলাগা সবটাই যান্ত্রিক
ও কাওকেই ভালো'বাসেনা
এমনকি আমাকেও মিথ্যা বলে
লক্ষ টাকা'র ঘড়ি আছে ও'র
তবুও তারা গোনে
এতো কিছু পেয়েও
মেয়েটা দুঃখ পোষে
আমি কথা দিয়েছি
কথা হয়তো অনেক বলি
তবে ও'কে ছোঁব না কোনোদিন
এমন নয় যে আমি নারী ছুইনা
তবে যা ছুঁয়েছি তা আমার হয়না
ও এসব জানেনা
আমার জীবনের জটিল অঙ্ক
ও'র সরল মন নেবেনা
ও নিজেকে ভাবে যেন কি আহামরি
জানেনা
যত দুঃখ ও'র সঞ্চয়ে থাক
আমার বুকে কাঁটা চেরা অনেক বেশি
শোন তবে দুঃখ পোষা মেয়ে ......
আমি তোরও হোবোনা
তুই থাকবি আমারই
আমি তোকে নেবো না ! - ২১.০২.২০১৮
No comments:
Post a Comment