সহবাসের সঙ্গিনী
আকাঙ্খা'র
অনুমোদনে প্লাবিত
তাকে কি স্ত্রী করা যায় !
শ্রীময়ী মুখখানি
চাঁদের দোসর
তার কি
শুধু রক্ষিতা পরিচয় !
আমার আকাশ প্রমান হৃদয়
তারই মাঝে এক কুন্ড
তরল মন টালমাটাল
সে কি আমি হবে !
আমি নিজেকে হন্যে হয়ে খুঁজি
একদিন আমি মুখোমুখি
আমার স্বপ্নের আড়ালে সে
আমি প্রশ্ন করি !
আমি একা
"নির্যাতিতা "
আমি পৃথক
"পুরুষ" !
অজস্র ঢেউ জুড়ে
সাগর ডুবে যায়
বিন্দু'র আড়ালে
তুমি আমার ;এই আমার অঙ্গীকার ! - ০২.০২.২০১৮
আকাঙ্খা'র
অনুমোদনে প্লাবিত
তাকে কি স্ত্রী করা যায় !
শ্রীময়ী মুখখানি
চাঁদের দোসর
তার কি
শুধু রক্ষিতা পরিচয় !
আমার আকাশ প্রমান হৃদয়
তারই মাঝে এক কুন্ড
তরল মন টালমাটাল
সে কি আমি হবে !
আমি নিজেকে হন্যে হয়ে খুঁজি
একদিন আমি মুখোমুখি
আমার স্বপ্নের আড়ালে সে
আমি প্রশ্ন করি !
আমি একা
"নির্যাতিতা "
আমি পৃথক
"পুরুষ" !
অজস্র ঢেউ জুড়ে
সাগর ডুবে যায়
বিন্দু'র আড়ালে
তুমি আমার ;এই আমার অঙ্গীকার ! - ০২.০২.২০১৮
No comments:
Post a Comment