Thursday, 28 March 2019

তুই বললে লিখতে পারি

তুই বললে লিখতে পারি
অনন্ত অবসরের অপেক্ষা
কিভাবে রাত নামে চোখের পাতায়
আকাশ মেঘ আর বৃষ্টি'র কথা
যা কেউ জানেনা
অভিমানী বৃষ্টি অনড় মেঘ
অসহায় আকাশ
সে অনেকদিনের কথা
নদী পথ চলা শেখেনি
অন্য বসন্ত তখন
কবি'র চোখ ফোটেনি
তুই বললে লিখতে পারি
শুধু তোর জন্যে !-২৮.০৩.২০১৯

No comments: