অনামিকা আমার কল্পনা'র বাসর ;আমার অবসর বিলাসিতা ,আবার কখনও আমার জীবন !যার নাম দেওয়া হয়নি নাকি দিতে চাইনা কোনো এক আদিম বাসনায় থাক সে সবার অজান্তে !আমার ভালোবাসা,আবেগ ,অনুরাগ ও অনুরণন সবই "অনামিকা" কেন্দ্রিক। যা বলা হয়নি ;যা কিছু বলতে চেয়েছিলাম ;নীরব যন্ত্রণা -র সোচ্চার বাণী !প্রতিটি রাত যাকে চায় ;প্রতিটি দিন যাকে খোঁজে ;অন্য কেউ নয় জীবনান্দের যেমন বনলতা আমারও তেমনি অনামিকা !
অনন্তের কাছে নতজানু এ অস্তিত্ব্য কৃতজ্ঞ প্রতিটি পাঠকের কাছে ,ভালো আছি ভালো থাকবেন !
...........গৌরব
Wednesday, 19 May 2021
অপূর্ন
তুমি বলেছিলে
সেইদিন
আমি শুনিনি
আজ বুঝি
তাই সংশোধন করা
রিংটোন টাও বদলে ফেললাম
"ভালোবাসা বাকি আছে
তোমারও আমার কাছে
যা চেয়েছো দিতে আমি পারিনা"
-১৯.০৫.২০২১
2 comments:
Anonymous
said...
তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ।।
2 comments:
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ,
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ।।
Tomar valobasa puronta pak ai kamona kori
Post a Comment