Tuesday, 30 January 2018

ঘষা কাঁচ

অনুভূতি'র আকাশে
দৃষ্টি নেহাৎই ঘষা কাঁচ !

তাৎপর্য কিছুটা বুঝি
তারতম্যের অনুমান আজও  নেই
বেলাশেষে ঝরা পাতা
একলা আকাশ তুমি-আমি !

রেডিও পাগল তুমি
বলো শব্দদের বেঁধে রাখবে
বেঁধে কি কেউ কিছু রাখে
অবশ্যই তর্কে বলা যায়
কক্ষপথ থাকে !
আমিও ছিলাম উজানের বালুচরে 
সম্পর্ক আমাকে ছোঁয়নি !

অনুভূতি'র আকাশে
দৃষ্টি নেহাৎই ঘষা কাঁচ ! - ৩০.০১.২০১৮

No comments: