জ্ঞানত দু'ধরনের সম্পর্ক -একটা সম্পর্ক,একটা দায় !কিন্তু এই দায় ও সম্পর্কের দোলায় কিছু সম্পর্ক যা সংজ্ঞাহীন !তুমি আমিও তাই ,রক্তের সম্পর্কে আমার বোন্ নেই ,বা বলি শেষ বার বাবা মা আলাদা হওয়ার আগে যখন ১৯৯৮ সালে মা'র গর্ভে ভাই ছিল তখন ও বাজি লড়েছিলাম দাদা র সাথে এবার বোন্ হবে-হয়নি !নারীবাদী কিনা জানিনা তবে বলতে পারি মেয়েদের প্রতি দুর্বলতা বা মা এর প্রতি টান টা অপেক্খাক্রিতই বেশি আমার !জীবনের পথে যেদিন থেকে বাবা-মা আলাদা হয়েছে ,অজান্তেই আমার থেকে আমি টাও আলাদা হয়ে গেছে !অনেক চেষ্টা করেছি আজ ও হারানো আমি কে খুঁজে পাইনি,পেলেই বা কি;ক''দিন বা বাঁচিয়ে রাখতে পারবো !সমাজ -সংসার বড় ছলনা নির্ভর ,সে মানুষ টা বড্ড সাদা মনের ,তাই আর ভাবিনা !
আসি প্রসঙ্গে অবান্তর কথায় সময় অপচয় !যার ভাবনায় এই নামকরণ ,যার অবোদান ততটাই আমার লেখায় যতটা হয়তো আমার প্রাক্তন প্রেমিকাদের ও নয় ,সব উত্থান -পতন এর মাঝে যে কোনদিন আমার থেকে দুরে যায়নি !ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক প্রেক্ষিতে উচ্চ বাচ্য করা আমার ধাতে সয় না ;আমি করিও না !
কিন্তু গত ৩ বছরের আমার এই ডিজিটাল সত্তা ও সেই সত্তার সর্বাঙ্গীন বিকাশে যার অবদান অনস্বীকার্য সেই আত্মা "দিদি "!
অনেকের মানুষের স্নেহ আশীষ স্নিগ্ধ আমার গত ১৫ বছরের সাধনার ফল আমার লেখনি ,কিন্তু সেই লেখনীর সব থেকে বড় ও নিবিষ্ট পাঠক এই "দিদি "!
জীবনে কিছু করতে চাই আমি ,হতে চাই আকাশের মত অসীম !কিন্তু আমার সব সাফল্যের এক অনিবার্য দাবিদার এই "দিদি "!
ভাবাবেগের কথা নয় ,অন্তর থেকে অন্তর আত্মার কথা বলি !
"দিদি প্রনাম জেনো!"
তুমি জানো দিদি আমি চাইলে এই লেখায় অনেক রং দিতে পারতাম ,দিলাম না !কারণ দিতে চাইনা,তোমার সন্তান তোমারই,তুমি ছাড়া তার অস্তিত্য শুন্য !-২০.১২.২০১৪