Tuesday, 30 December 2014

অন্ত্যেষ্টি .......হতে রাজি

আমার অন্ত্যেষ্টি 
তোমাতে অভিমানিনী
আমি আজও
তোমাতে বিলীন
হতে রাজি .............!-৩০.১২.২০১৪

হাহাকার.....

দিন কাটে মাংসের গন্ধে
রাত নামলে হাহাকার !-৩০.১২.২০১৪

Monday, 29 December 2014

Ad vitam(Lifelong-immortal) open breasts....

আজন্ম খোলা বুকের ওপর
অভ্যেসের কেউটে বেঁকেচুরে নেচে বেড়িয়েছে ।

বুক ভেঙেছে
মন,
ভেঙে গেছে প্রাচুর্য ।
কয়েকটা ইনিয়ে বিনিয়ে কান্না,
কর্ষিত চেতনা ।

এখন, বুক জোড়া নদী
কামড় দেয় শীত পায়ে ।- রত্না ঘোষ

Ad vitam(Lifelong-immortal) open breasts
Cobra of desires gone zigzag !

Bosom breaks
Heart.
Abundance gone pieces.
A few lame excuses
Cultivated consciousness.

Now,a river through the heart
Bites the Winter legs.

Original composition by Ratna Ghosh(Di)
Rendered into English by I,Me,Myself.......!
Dated-29.12.2014 

Friday, 26 December 2014

অবসন্ন ....

তোমাকে ছুঁতে চাইলে 
সোনার হরিন !
তোমায় নাগালে পেলে 
দখিনা বাতাসে 
ক্লানতি !- ২৬.১২.২০১৪

Thursday, 25 December 2014

সোনার হরিন কে রাবন ....

এখন তুমি অনেক ছোটো
জীবনে তোমার অনেক দেখা বাকি
আজ তো তোমার জন্মদিন
১ টা কথা সবসময় মনে রাখবে
জীবন একমাত্র মৃত্যু ছাড়া কারও অধীন নয়
তাই জীবন থেমে থাকে না !
কাল আমি নাও থাকতে পারি
তোমাকে থাকতে হবে
বড় হতে হবে অনেক !
খুব মন দিয়ে পড়াশোনা কোরো
সরস্বতী সব প্রেমের উর্ধে
সব থেকে অমূল্য !
সরস্বতী যার আছে
সবাই তার ....
অনেক বড়ো হতে হবে
নিজের জন্যে
ভালো থেকো.......!!!-২৫.১২.২০১৪


ভাগ চাও না.....

ভাগ চাও না 
চোখে রাখো চোখ
আমিও শুনবো
আজ তোমার নিঃশ্বাস !
ভালোবেসে যদি থেকো
আজ উত্তাপ ও উষ্ণতা !
অনুভবের ভাষায়
নীরবতাও সঙ্গীত হয়ে উঠুক !
বেদনার ভাষা আজ সৃষ্টি
কে করুক আবাহন !-২৫.১২.২০১৪

বিদায় বলি না...

যেতে চাইলে 
বাধা দেবো না 
আমি বিদায় বলি না !-২৫.১২.২০১৪

তাই ....

দোষের দায় তো 
নন্দ ঘোষ এর ই
কিন্তু কি জানো..
পেলেই পেতে চায় 
হারিয়ে গেলে কি 
ফিরে পাওয়া যায় 
তাই .....!-২৪.১২.২০১৪

তফাৎ.....

ঠিক এখানেই 
তফাৎ
জীবনে সবটাই 
ইচ্ছা -অনিচ্ছা 
চারটে দেওয়াল মানেই তো ঘর নয় 
অঞ্জন দত্ত বলেছেন !-২৪.১২.২০১৪

অসীম ~~~

কঠিন কিছু নয় ...
এই সৃষ্টির সত্তা 
তুমি না চাইলে 
চাহিদা ফুরোয় না 
তুমি সাগর হতেই পারো
আকাশের সীমা কেউ জানেনা !-২৪.১২.২০১৪

Wednesday, 24 December 2014

মেঘ কন্যা

তুমি হিন্দু র লক্ষী
কৃষ্ণের রাধিকা
তোমার সিথি লাল
মনে মেঘ !-২৪.১২.২০১৪

অদম্য

চোখে না দেখলে

সাধ মেটেনা

বুকে মধু না পেলেও

তৃষ্ণা অদম্য  ! -২৪.১২.২০১৪

Tuesday, 23 December 2014

তোমার কথা আমার সাথে .....

আমার কথা বলে
আমার কবিতা
মানুষ বড় সহজে
ভুল বোঝে
কবিতা সবার জন্যে
নয়
যা লিখি
সে তো
তোমার কথা
আমার সাথে !-২৩.১২.২০১৪

কেমনে মেলায়....

যন্ত্রণা গভীর যদি না হয়
সাগর তাতে কেমনে মেলায় !-২৩.১২.২০১৪

বন্ধু হবে.....

দাম দিলে ভালোবাসা
অমূল্য
হাত বাড়ালে
বন্ধু হবে !-২৩.১২.২০১৪

Monday, 22 December 2014

চির প্রেমিক...!

পুরুষের বুকে নারী
আধিপত্য খুঁজেছে
নারীর রকতে তাই তো
পুরুষ চির প্রেমিক !-২২.১২.২০১৪

Sunday, 21 December 2014

~নারী ও নাড়ি~

পুরুষ কে নারী 
তুমি কেন্দ্র চাইলে 
মেরুদন্ড দিলাম !
নারী কে পুরুষ 
তুমি সুখ চাইলে 
আমি নীলকন্ঠ !
পুরুষ কে নারী
তুমি চাঁদ ছুঁলে
অমাবস্যা নিলাম !
নারী কে পুরুষ
তুমি মোহনা উজানে 
আমি মহাসাগর প্রশান্ত !--২২.১২.২০১৪

~ শৌচ-অশৌচ ~

জল তল খুঁজেই নেবে
আগুন দেবে শুদ্ধি!-২১.১২.২০১৪

চলতে রাজি ......

প্রশ্ন নয় তুমি
একটু পথ
কিনা
উত্তর আমি
চাইনা
ছায়াপথ ও যদি হও
চলতে রাজি
যদি সঙ্গ দাও !- ২১.১২.২০১৪

Friday, 19 December 2014

দিদি

জ্ঞানত দু'ধরনের সম্পর্ক -একটা সম্পর্ক,একটা দায় !কিন্তু এই দায় ও সম্পর্কের দোলায় কিছু সম্পর্ক যা সংজ্ঞাহীন !তুমি আমিও তাই ,রক্তের সম্পর্কে আমার বোন্ নেই ,বা বলি শেষ বার বাবা মা আলাদা হওয়ার আগে যখন ১৯৯৮ সালে মা'র গর্ভে ভাই ছিল তখন ও বাজি লড়েছিলাম দাদা র সাথে এবার বোন্ হবে-হয়নি !নারীবাদী কিনা জানিনা তবে বলতে পারি মেয়েদের প্রতি দুর্বলতা বা মা এর প্রতি টান টা অপেক্খাক্রিতই বেশি আমার !জীবনের পথে যেদিন থেকে বাবা-মা আলাদা হয়েছে ,অজান্তেই আমার থেকে আমি টাও আলাদা হয়ে গেছে !অনেক চেষ্টা করেছি আজ ও হারানো আমি কে খুঁজে পাইনি,পেলেই বা কি;ক''দিন বা বাঁচিয়ে রাখতে পারবো !সমাজ -সংসার বড় ছলনা নির্ভর ,সে মানুষ টা বড্ড সাদা মনের ,তাই আর ভাবিনা ! 
আসি প্রসঙ্গে অবান্তর কথায় সময় অপচয় !যার ভাবনায় এই নামকরণ ,যার অবোদান ততটাই আমার লেখায় যতটা হয়তো আমার প্রাক্তন প্রেমিকাদের ও নয় ,সব উত্থান -পতন এর মাঝে যে কোনদিন আমার থেকে দুরে যায়নি !ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক প্রেক্ষিতে উচ্চ বাচ্য করা আমার ধাতে সয় না ;আমি করিও না !
কিন্তু গত ৩ বছরের আমার এই ডিজিটাল সত্তা ও সেই সত্তার সর্বাঙ্গীন বিকাশে যার অবদান অনস্বীকার্য সেই আত্মা "দিদি "!
অনেকের মানুষের স্নেহ আশীষ স্নিগ্ধ আমার গত ১৫ বছরের সাধনার ফল আমার লেখনি ,কিন্তু সেই লেখনীর সব থেকে বড় ও নিবিষ্ট পাঠক এই "দিদি "!
জীবনে কিছু করতে চাই আমি ,হতে চাই আকাশের মত অসীম !কিন্তু আমার সব সাফল্যের এক অনিবার্য দাবিদার এই "দিদি "!
ভাবাবেগের কথা নয় ,অন্তর থেকে অন্তর আত্মার কথা বলি !
"দিদি প্রনাম জেনো!"
তুমি জানো দিদি আমি চাইলে এই লেখায় অনেক রং দিতে পারতাম ,দিলাম না !কারণ দিতে চাইনা,তোমার সন্তান তোমারই,তুমি ছাড়া তার অস্তিত্য শুন্য !-২০.১২.২০১৪

~ অধরা ইতিহাস ~

ইতিহাস যদি নাই লিখি
আমার জীবন যে অধরা !-১৯.১২.২০১৪

Thursday, 18 December 2014

সাগর এর তৃষ্ণা ........

ভালো লেগেছিলো
তোমাকে সেদিন নদী তীরে দেখে
জ্যোত্স্না ধারা শ্রাবন হয়ে ঝরেছিল
আমি সাগর চিরকাল
তুমি মোহনা মোহিনী
মিলনের মোহে উজানে আসো !
ব্যর্থ অভিপ্রায় নয়
অনুরাগের ভাষা চিরদিন নির্বাক
জন্মান্ধ আমি
দৃষ্টি চাই
সাগর এর তৃষ্ণা
যে আকাশ এ মেটেনা ! - ১৮.১২.২০১৪

Wednesday, 17 December 2014

আয় তোকে আদরে ভাসাই.......

আয় তোকে আদরে ভাসাই.......
সব না বলা'র ছলে
সব না বোঝার আড়ালে
সব লুকানো অভিমান !
গোপনে সযত্নে
তোকে তুলে রেখেছি
দেখেছি দু'চোখ ভরে
কাব্য তোকে পেলে
আমিও করতাম !
লোকে কি বোঝে
প্রেমের অভিধানে
ভাবনা অফুরান !-১৭.১২.২০১৪

তোমার সাথে....

সুতো ছাড়া
একটা রাত
যেভাবে জন্মেছিলাম
তোমার সাথে !-১৭.১২.২০১৪

Monday, 15 December 2014

বুক জুড়ে.........

ক্রমশ দুক্ষ গুলো
ক্রোমোজমের অংশ হয়ে দাড়িয়েছে
আলাদা ভাবে ছুঁয়ে নয়
বুক জুড়েই ওদের আবাস !-১৫.১২.২০১৪

একটা খিদে..........

একটা খিদে চোখ থেকে
নামে বুকে !
আমি নাম দিলাম
যৌবন !
সেই খিদে
আরও বাড়ে
আরও নামে
কেন্দ্রে !
কেন্দ্র না থাকলে
সৃষ্টির সুত্র হয়না !
শীতল স্রোত বয়ে যায়
চটচটে তরল
নাম দিলাম পদার্থ !
জলের ধর্ম নিম্নগামী
ও তাই !
নামতে থাকা
না জানি কি অজেয় নেশা !
স্রোত উত্তরোত্তর বাড়ে
কানে বাজে মহাকালের
শঙ্খ নিনাদ !
জন্ম লগ্ন আসন্ন
প্রসব উন্মাদ জীবদেহ
একাকার থেকে এক !-১৫.১২.২০১৪


Sunday, 14 December 2014

ও মে ....

ও মে
যাসনা ও পথে
যমুনা গাছে সুকে
তুই আয়  আমার বুকে !-১৪.১২.২০১৪

Friday, 12 December 2014

বিপন্ন প্রেম ~


প্রেম কি কোনোদিন
বিপন্ন হয় !
গ্রহণ তো
সূর্যে'ও লাগে !-১২.১২.২০১৪

Thursday, 11 December 2014

তোকে চাওয়া হয়নি ....~

প্রতিটি বৃষ্টি মুখর সন্ধায়
তোকে চাওয়া হয়নি !
জীবনের প্রতিটি অবহেলায় 
তোকে চাওয়া হয়নি !
কাশফুলের মেলা যখন মাঠ ছেয়েছে
তোকে চাওয়া হয়নি !
পূর্নিমা'র জ্যোত্স্না যখন সাগর ছুঁয়েছে
তোকে চাওয়া হয়নি !
কিছু পাওয়ার আকাঙ্খায়
তোকে চাওয়া হয়নি !
বাসনার মোহে
তোকে চাওয়া হয়নি !
প্রদীপ নিভে গেছে
আলো আর কেউ জ্বালেনি
অন্ধকার ঘনাতে ঘনাতে
কবে যেন আকাশের বিস্তৃতি ও একাকিত্ব একাকার হয়ে গেছে !
তবুও তো
কিছু কথা বলা হয়নি !
ভালোবাসতে সবাই চায়
কিন্তু
ভালোবাসাতে
তোকে চাওয়া হয়নি.... !-১১.১২.২০১৪



আমিও নীল্.....

আকাশ এর চোখ দিয়ে 
যদি দেখো 
দেখবে 
আমিও নীল্ !-১১.১২.২০১৪

মোহনা ~~~~~~

রাতের নাম দিলাম জ্যোত্স্না 
আছড়ে পোরুক সাগরের বুকে !-১১.১২.২০১৪

তোমায় দেখবো বলে....

রাত কেন নামে...
আমি তোমায় দেখবো বলে !-১১.১২.২০১৪

~ লেখক > প্রেমিক ~

লেখকের থেকে বড় প্রেমিক হয়না 
মুখে বলতে পারে না ! -১০.১২.২০১৪

Tuesday, 9 December 2014

আমার আকাশ .....

সুনীল নীরা তে 
আকাশ ছুঁলো !
আমি তোমাতে 
সাগর এর ঢেউ শুনেছি !
রুদ্র এর চিঠি আকাশের 
ঠিকানায় পৌছালো কি ?
জানা নেই
নীরা'র আকাশে
সেদিন পূর্নিমা 'র জ্যোত্স্না ছিল কিনা !
তবে আমি দেখেছি
ঢেউ এর সাথে জ্যোত্স্না তোমাতে
খেলা করে !
তুমি সাগর হলে
আমি বালুচর হতে পারি !-০৯.১২.২০১৪

আমার লেখা .........

আমার লেখা 
রাত ও জ্যোত্স্না 
মিশে 
ছন্নছাড়া
স্বাধীনতা উদযাপন !-০৯.১২.২০১৪

Monday, 8 December 2014

কান্ড

নাভি মূলে যে শিকড়
সায়া তলে
তাকে ঘিরেই
কান্ড !-০৭.১২.২০১৪

মায়া-শিশির

মায়া যেদিন প্রথম
শাড়ি পরেছিল
শিশির নাকি সেদিনই
প্রথম জল চুন্য়েছিল !-০৭.১২.২০১৪

Sunday, 7 December 2014

তারপর....

মায়ার বুকে রাত্রি নামে
থার্মোমিটার এ পারদ ওঠে
তারপর....
জ্যোত্স্না ভেজা রাত
পায় পূর্ণতা !-০৭.১২.২০১৪

কিছুটা সময়..........

কিছুটা সময় কুড়িয়ে
রাখি
কাল যদি না থাকি
আমার লেখায়
তোমার চোখে কিছুটা সময়
তবুও তো..........!!!-০৭.১২.২০১৪

তুমি নামাজে বসলে ...........

তুমি নামাজে বসলে
আমার মনে ঝড় ওঠে !
তুমি স্নানে গেলে
আমি স্বপ্নে বিভোর !
তুমি কাছে এলে
আমি বাকরুদ্ধ !
আমার চোখের ভাষা
কি তুমি বোঝোনা ?
প্রেম কি তোমার
অঙ্গে জাগে না ?
তুমি কি কেবলি
মা ?
তোমার মন সৃষ্টি
সুখ চায়না ?
নাকি তুমিও
সময়ের চুক্তি বদ্ধ
তুমিও আমারই মতো
কেবলি ভাব
কেবলি ভাব
বেলা বয়ে যায়
হিসাব মেলে না !-০৭.১২.২০১৪

কবি'র ব্যাখ্যা

দর্শনের ব্যাখ্যা
কবি বোঝেনা
কবি'র ব্যাখ্যা
দর্শনের অতীত !-০৬.১২.২০১৪

সেদিন তোমার চোখে......

সেদিন তোমার চোখে জল দেখে
নদী'কে প্রশ্ন করেছিলাম
তোমার গতি'র রহস্য কি ?
নদী উত্তরে বলেছিল
আকাশের তৃষ্ণা সাগর জানে
মেয়েমানুষের মন
কোনো পুরুষ বোঝেনি !-০৭.১২.২০১৪ 

যদি তোমার চোখে জল দেখি.......

শুধু চেয়ে থাকবো
তুমি
আমার চোখ হবে !
কোনো
এক হেমন্তে
আমিও গাইবো
তানসেন সুরে !
তুমি যদি
পথ হারাও !
একদিন আমি
সত্যি
অন্ধ হয়ে যাবো
যদি
তোমার চোখে জল দেখি !-০৬.১২.২০১৪

~গঙ্গা -যমুনা ~

তোমাকে লিখে
কলম্টাই যে ভেঙ্গে ফেলেছি
অন্য কাওকে
ভাবলে কি হবে
গঙ্গা -যমুনা
সবই জল !-০৭.১২.২০১৪

Saturday, 6 December 2014

~গঙ্গা ~

কত যুগের সঞ্চয় 
এই গঙ্গা'র বুকে 
ও ময়লা নয় 
ও মা !-০৬.১২.২০১৪

Friday, 5 December 2014

অধরা তুমি ~~~~

তোমার শোভা লিঙ্গে
নতুবা তুমি অধরা !-০৫.১২.২০১৪

Wednesday, 3 December 2014

স্মৃতি খুঁড়ে .......~~~~

সস্তার অনুদান চেয়ে আঘাত দেবেন না ,
আমি দিলদরিয়া !০৩.১২.২০১৪

কলেজ দিনের কিছু স্মৃতি বিজড়িত
দাম দিয়ে যারা বেদনা কেনে তাদের দুনিয়া পাগল বলে ,
আর যারা সস্তায় বিক্রি করে তাদের বেশ্যা !-০৩.১২.২০১৪

কলেজ দিনের কিছু স্মৃতি বিজড়িত
সত্যি ভালোবেসে থাকলে এত সহজে বিক্রি করিস না
আমাকে ঘৃনা করতেই পারিস
ক্ষতি নেই
আমার ভালোবাসা আজও বিক্রি করিনি
বা বলতে পারিস তোর্ মত সস্তায় দর করিনা !-০৩.১২.২০১৪

Tuesday, 2 December 2014

...পরকীয়া~~~

আজ
সংকীর্ণতা খুঁজবো
সিঁদুর
মুছে ফেলো !-০২.১২.২০১৪

~থার্মোমিটার ~

আমি থার্মোমিটার হলে
তুই উত্তাপ হবি
তুই উঠবি নামবি
আমি স্থির!-০২.১২.২০১৪

~মৃত্যু কাব্য ~

কবিতা'র নাম দিলাম মৃত্যু 
তোমাকে খুঁজলাম 
হারানো পথে 
পেলাম সেই ফেলে আসা ধুলো !-০২.১২.২০১৪

Monday, 1 December 2014

~ প্রেমিক কবি ~

অসম্পূর্ণ প্রেমে
প্রেমিক
পূর্ণ প্রেমে
কবি !-০১.১২.২০১৪

~উন্মুক্ত অনন্ত...~

পুঁথিগত প্রেম নয়
আজ রচনা মুদ্রা !
কাম ও কলা
মিলে সৃষ্ট নন্দন !
তুমি গর্ভ চেয়েছিলে
আমি কবিতায় প্রান দিয়েছিলাম !
তুমি আকাশ চেয়েছিলে
আমি গাংচিল হয়েছিলাম !
তুমি মুগ্ধ দৃষ্টিসুখে
আমি চাক্ষুষ তথাগত !
তোমার সুখ সংসারে
আমার অনন্ত উন্মুক্ত !-০১.১২.২০১৪