Monday, 15 December 2014

একটা খিদে..........

একটা খিদে চোখ থেকে
নামে বুকে !
আমি নাম দিলাম
যৌবন !
সেই খিদে
আরও বাড়ে
আরও নামে
কেন্দ্রে !
কেন্দ্র না থাকলে
সৃষ্টির সুত্র হয়না !
শীতল স্রোত বয়ে যায়
চটচটে তরল
নাম দিলাম পদার্থ !
জলের ধর্ম নিম্নগামী
ও তাই !
নামতে থাকা
না জানি কি অজেয় নেশা !
স্রোত উত্তরোত্তর বাড়ে
কানে বাজে মহাকালের
শঙ্খ নিনাদ !
জন্ম লগ্ন আসন্ন
প্রসব উন্মাদ জীবদেহ
একাকার থেকে এক !-১৫.১২.২০১৪


No comments: