Thursday, 11 December 2014

তোকে চাওয়া হয়নি ....~

প্রতিটি বৃষ্টি মুখর সন্ধায়
তোকে চাওয়া হয়নি !
জীবনের প্রতিটি অবহেলায় 
তোকে চাওয়া হয়নি !
কাশফুলের মেলা যখন মাঠ ছেয়েছে
তোকে চাওয়া হয়নি !
পূর্নিমা'র জ্যোত্স্না যখন সাগর ছুঁয়েছে
তোকে চাওয়া হয়নি !
কিছু পাওয়ার আকাঙ্খায়
তোকে চাওয়া হয়নি !
বাসনার মোহে
তোকে চাওয়া হয়নি !
প্রদীপ নিভে গেছে
আলো আর কেউ জ্বালেনি
অন্ধকার ঘনাতে ঘনাতে
কবে যেন আকাশের বিস্তৃতি ও একাকিত্ব একাকার হয়ে গেছে !
তবুও তো
কিছু কথা বলা হয়নি !
ভালোবাসতে সবাই চায়
কিন্তু
ভালোবাসাতে
তোকে চাওয়া হয়নি.... !-১১.১২.২০১৪



No comments: