Wednesday, 3 December 2014

স্মৃতি খুঁড়ে .......~~~~

সস্তার অনুদান চেয়ে আঘাত দেবেন না ,
আমি দিলদরিয়া !০৩.১২.২০১৪

কলেজ দিনের কিছু স্মৃতি বিজড়িত
দাম দিয়ে যারা বেদনা কেনে তাদের দুনিয়া পাগল বলে ,
আর যারা সস্তায় বিক্রি করে তাদের বেশ্যা !-০৩.১২.২০১৪

কলেজ দিনের কিছু স্মৃতি বিজড়িত
সত্যি ভালোবেসে থাকলে এত সহজে বিক্রি করিস না
আমাকে ঘৃনা করতেই পারিস
ক্ষতি নেই
আমার ভালোবাসা আজও বিক্রি করিনি
বা বলতে পারিস তোর্ মত সস্তায় দর করিনা !-০৩.১২.২০১৪

No comments: