Tuesday, 9 December 2014

আমার আকাশ .....

সুনীল নীরা তে 
আকাশ ছুঁলো !
আমি তোমাতে 
সাগর এর ঢেউ শুনেছি !
রুদ্র এর চিঠি আকাশের 
ঠিকানায় পৌছালো কি ?
জানা নেই
নীরা'র আকাশে
সেদিন পূর্নিমা 'র জ্যোত্স্না ছিল কিনা !
তবে আমি দেখেছি
ঢেউ এর সাথে জ্যোত্স্না তোমাতে
খেলা করে !
তুমি সাগর হলে
আমি বালুচর হতে পারি !-০৯.১২.২০১৪

No comments: