এ সমাজ বিচিত্র
পুরুষ এক বিচিত্র জীব
কথা বলতে পারেনা ;
হয়তো তার অঙ্গ অবশ
তবুও সে পঙ্গু নয়
ত্রুটি দেখে না তার !
রাত করে মেয়ে বাড়ি ফেরে
সংসার না করেও দশক কেটে যায়
লিভ ইন বলি আমরা
সেই মেয়ের বিয়ে হয়
লক্ষীমন্ত বৌমা
সমাজ স্বস্তির নিঃস্বাস ফেলে !
৩০ শে আমি সমীকরণ'টা ভাঙছি
আমন্ত্রিত সকলে ! - ১০.০১.২০১৮
পুরুষ এক বিচিত্র জীব
কথা বলতে পারেনা ;
হয়তো তার অঙ্গ অবশ
তবুও সে পঙ্গু নয়
ত্রুটি দেখে না তার !
রাত করে মেয়ে বাড়ি ফেরে
সংসার না করেও দশক কেটে যায়
লিভ ইন বলি আমরা
সেই মেয়ের বিয়ে হয়
লক্ষীমন্ত বৌমা
সমাজ স্বস্তির নিঃস্বাস ফেলে !
৩০ শে আমি সমীকরণ'টা ভাঙছি
আমন্ত্রিত সকলে ! - ১০.০১.২০১৮
No comments:
Post a Comment