তুমি
আমার জমে থাকা কান্নাদের অন্য নাম
অনেক নামেই মানুষ ডাকে আমায়
আজ আর মনে রাখিনা
সাড়া যে দি তাও নয়
মন্দ বলোনি
কিন্তু কথাটা হলো
তোমার এ ভাবনা এলো কোথা থেকে
সন্ন্যাস নেবো ভেবেছিলাম
সংসার ত্যাগ করেছি আজ বহুদিন
সন্তান আমার কাছে কল্পতরু
স্ত্রী রূপে যাকে চেয়েছি
তাকে মাতৃত্ব যাঁতাকলে বিশ্বজননী করে তুলবো
তেমন মানুষ আমি নই
যা উন্মুক্ত তাই কলুষিত আমি মানিনা
বহু নারী সাক্ষ দু'চোখ
পিতৃত্বের মায়ায় পৌরুষ জলাঞ্জলি দেবোনা
প্রেমিক হতে রাজি আমি পুরুষ হবোনা !-১৩.০১.২০১৮
আমার জমে থাকা কান্নাদের অন্য নাম
অনেক নামেই মানুষ ডাকে আমায়
আজ আর মনে রাখিনা
সাড়া যে দি তাও নয়
মন্দ বলোনি
কিন্তু কথাটা হলো
তোমার এ ভাবনা এলো কোথা থেকে
সন্ন্যাস নেবো ভেবেছিলাম
সংসার ত্যাগ করেছি আজ বহুদিন
সন্তান আমার কাছে কল্পতরু
স্ত্রী রূপে যাকে চেয়েছি
তাকে মাতৃত্ব যাঁতাকলে বিশ্বজননী করে তুলবো
তেমন মানুষ আমি নই
যা উন্মুক্ত তাই কলুষিত আমি মানিনা
বহু নারী সাক্ষ দু'চোখ
পিতৃত্বের মায়ায় পৌরুষ জলাঞ্জলি দেবোনা
প্রেমিক হতে রাজি আমি পুরুষ হবোনা !-১৩.০১.২০১৮
No comments:
Post a Comment