Tuesday, 30 January 2018

তৃতীয় পুরুষ

তৃতীয় পুরুষ অনিবার্য 
প্রথম বা দ্বিতীয় অগুনতি 
আক্ষেপ শুধু বইয়ের ভাষায় 
বাস্তবেই তা দাঁড়ায় না !
আমার ভুল বোঝা'র প্রসঙ্গে 
আমার বলার ইচ্ছা হয়
ফিরে এসো;পাশে বোসো !
কবিতা যেখানে
ভালোবাসা'র জন্ম দেয়
সুর যেখানে
সঙ্গমের মাত্রা আনে !
বিরল যে মিলন
সঙ্গমে যেখানে ভাষা'রা বোবা হয়
তুমি ভুলে যাও
আমাদের মাঝে আমি হয়না !-৩০.০১.২০১৮

No comments: