ভাত কাপড়ের স্বপ্ন
নিয়ে লিখতে বসা
লাবণ্যের শেষের কবিতা !
পথ চলতে হঠাৎ একদিন অমিতের সাক্ষাৎ
মুখোমুখি না হওয়া অবধি সপ্রতিভ ছিলো সে
লাবণ্যের চোখে তার প্রথম চোখ রাখা !
সগর্বে নিজের জ্ঞানগর্ভ উজাড় করে সে সন্ধ্যাটুকু
লাবণ্য শুধু যেন দেখে যায়
এই তবে সেই !
না জানে কতই দীর্ঘ:শ্বাস
এই ভালোবাসায় বলি হয়েছে !
সময়ের বাঁধা জীবন
ফিরে আসতে হয় !
কপালে চুমু খায় অমিত
লাবণ্য হাত চেপে ধরে
অশ্রুত প্রতিশ্রুতি
"তোমার হাত কোনোদিন ছাড়বো না "! - ১১.০১.২০১৮
নিয়ে লিখতে বসা
লাবণ্যের শেষের কবিতা !
পথ চলতে হঠাৎ একদিন অমিতের সাক্ষাৎ
মুখোমুখি না হওয়া অবধি সপ্রতিভ ছিলো সে
লাবণ্যের চোখে তার প্রথম চোখ রাখা !
সগর্বে নিজের জ্ঞানগর্ভ উজাড় করে সে সন্ধ্যাটুকু
লাবণ্য শুধু যেন দেখে যায়
এই তবে সেই !
না জানে কতই দীর্ঘ:শ্বাস
এই ভালোবাসায় বলি হয়েছে !
সময়ের বাঁধা জীবন
ফিরে আসতে হয় !
কপালে চুমু খায় অমিত
লাবণ্য হাত চেপে ধরে
অশ্রুত প্রতিশ্রুতি
"তোমার হাত কোনোদিন ছাড়বো না "! - ১১.০১.২০১৮
No comments:
Post a Comment