Tuesday, 16 January 2018

তোমাকে দিলাম

কত নিষ্পাপ তুমি 
আমি ভাবলে অবাক হই
কি মরণ 
আমি তোমাকে নিয়ে লিখতে বসলাম আজ
আসলে তোমাকে বলে কোনো লেখা আমি লিখিনি 
আমি চেয়েছি লিখবো পাহাড় ,নদী,ঝড় ,বিদ্যুৎ ,পশু -পাখি
নিদেনপক্ষে লিখবো জড়েদের কথা
কাঠ ,বালি,রৌদ্র
আচ্ছা রৌদ্র কি জড়
সূর্যরশ্মিতে নাকি জীবন আছে
কই আমি তো বেঁচে নেই
আমার মৃত্যু হয়েছে
মৃত্যু আমি মেনে নিয়েছি
যে জীবন তোমাকে কলংকিত করে
সে জীবনের কাছে প্রত্যাশা আর যার হোক
আমার থাকতে পারে না !
আমি শীতঘুমে গিয়েছি
এ সভ্যতার আলো আমাকে অন্ধ করে দিয়েছে
বহুসহস্র বছর আমি তোমাকে জানি
জানি এমন অনেক কিছু যা কেবল এক পুরুষের অনুভবেই আসে
আমি জানি তুমি সুন্দর
আমি জানি তুমি নিস্কলঙ্ক
আমি জানি তুমি আমার
অসীমের কাছে আমার অনুরোধ স্বীকৃত
তুমি আমার হলে আজ
তোমার পাপ সকল আমায় দাও
পাপ তোমাকে মানায় না
সময় তোমাকে মানায় না
ধৈর্য তোমাকে মানায় না
অপেক্ষা ,দূরত্ব ,অভিমান সব দাও এই বাউলের ঝুলিতে
আমার একতারায় সুর হবে
আমার খুব গাইতে ইচ্ছে হয় যে
"মিলন হবে কতদিনে...... "
হবে আমার মনের মানুষ ! - ১৩.০১.২০১৮

No comments: