Tuesday, 30 January 2018

পারবো তো...

অভাবের রেকারিং-এ 
শূন্যতা বহুমূল্য 
সুদের হিসাব কসিনা 
আজ বহুদিন !
ক্রমশ: ওই পার 
ক্ষয় পাচ্ছে
ভয়ঙ্করী স্রোত
বিচ্ছিন্নতাবাদ নাকি
চির প্রশান্তি'র আবাহন !
অঙ্কুরিত
শিশু চারাগাছটি
তফাৎ দেখেনা
চাঁদ আর সূর্যে
সে বোঝে শুধু
আলো'র পিপাসা !
গ্রন্থের জ্ঞান একরকম
দর্শন তাতে আসেনা !
আমায় একলা ছেড়োনা
আমি ভাবুক হয়ে পরি ;
একটা গোমড়ানি আমার মধ্যে
পারবো তো !-৩০.০১.২০১৮

No comments: