Friday, 4 January 2019

পৈশাচিক

দিগন্ত ভাসছে আভায়
বৃত্তান্তের ভিড়ে
নিয়ম ভাঙে জীবন !
দৃষ্টি তখন ক্লান্ত বালুচর
মেঘের অপেক্ষায়
ছত্রাক ইতি উতি !
রোদ্দুরে পা পুড়ছে
সকাল থেকে খাইনি কিছু
এক বিকেল ঝাপসা চোখে
পৈশাচিক হাসি মাখা !-০৪.০১.২০১৮  

No comments: