Sunday, 27 January 2019

তোমার অপেক্ষায়

অপেক্ষা
অন্য নাম ভরসা
প্রতিটি ব্যস্ততা
খোঁজে অবকাশ
প্রতিটি অবকাশ
ভঙ্গুর
ছড়িয়ে ছিটিয়ে ব্যস্ততা'র আকাশে
ছন্নছাড়া জীবনের মানে
তোমাকে চাই
মায়াবিনী রাত পেরোনো
চোখ মোছা ভোর
পর্যন্ত
তোমার অপেক্ষায় !-২৮.০১.২০১৯

No comments: