Friday, 18 January 2019

খোলা হাওয়া

শুন্যে ভাসছি
আমি মেঘ
আমায় ভাসাচ্ছে
খোলা হাওয়া
এলো চুলে
ও যখন তাকায়
মারিয়ানা'য় তখন লাভা উদ্বেল
পুড়ে যাই আমি
যেমন আতস কাঁচের নিচে পুড়ে যায়
অসহায় কাগজ
পুরুষ ও প্রকৃতি সেখানে ভেদাভেদ নেই 
আমার নির্লিপ্ত প্রকৃতি'তে ও'র অবাধ বিচরণ
আমি বলেছি একদিন ও'কে গান শোনাবো
সেই গান'টা যা শুধু মনের মানুষ এর জন্যে
"আমার পরান যাহা চায় ;
তুমি তাই " !- ১৮.০১.২০১৯  

No comments: