যা দিতে পারি
কিছু মুহূর্ত
যা চাই প্রতিদানে
কথা দে
কাওকে জানতে দিবিনা
বলবিনা কোনোদিনও কাওকে
আমি সেই
তোর ছায়া হতে চেয়েছিলাম
ভেবেছিলাম মুছে দেব তোর চোখ
যদি না পারিস
আমি যেন অন্ধ হয়ে যাই
জন্মান্ধ হলে ভালো হতো
তোর চোখে জল দেখতে চাইনি !-২৩.০১.২০১৯
কিছু মুহূর্ত
যা চাই প্রতিদানে
কথা দে
কাওকে জানতে দিবিনা
বলবিনা কোনোদিনও কাওকে
আমি সেই
তোর ছায়া হতে চেয়েছিলাম
ভেবেছিলাম মুছে দেব তোর চোখ
যদি না পারিস
আমি যেন অন্ধ হয়ে যাই
জন্মান্ধ হলে ভালো হতো
তোর চোখে জল দেখতে চাইনি !-২৩.০১.২০১৯
No comments:
Post a Comment