Monday, 14 January 2019

বেমানান

বড্ড বেমানান
যা কিছু বাক্সবন্দী
মুহূর্তের উচ্ছাসে
যেন বেরিয়ে আসা লাভা
লোভ পেরোনো
সকালে
বড্ড বাসি সব আবেগ
ইতি উতি বিস্রস্ত স্মৃতি'রা
কোথাও মাছি বসছে
কোথাও উড়ছে ভ্রমর !-১৪.০১.২০১৯

No comments: