Monday, 28 January 2019

আমি ও ময়ূরাক্ষী

সমান্তরালে বয়ে যাচ্ছি 
আমি ও ময়ূরাক্ষী 
বাংলা'র রীতি 
চিরদিন সধবা বেহুলা 
শ্যামের প্রেয়সী সেই 
আবার গৃহিনী জননী
যমুনায় স্রোত নেই
স্বপ্নিল জ্যোৎস্নায় দেখি
মুগ্ধ বালুচর বিমূর্ত ! - ২৮.০১.২০১৯

No comments: