Monday, 21 January 2019

জোনাকি

একটা অভ্যেস
বেঁচে থাকা
মৃত্যু'র অপেক্ষা বলা যায়
প্রতি রাতে
চোখ বোজা
যেন অনভিজ্ঞ অভিনেতা'র মহড়া
তারপর একদিন
অমোঘ সে আসে
চোখের বালি জোনাকি হয়ে ওঠে !-২১.০১.২০১৯ 

No comments: