Thursday, 28 March 2019

তুই বললে লিখতে পারি

তুই বললে লিখতে পারি
অনন্ত অবসরের অপেক্ষা
কিভাবে রাত নামে চোখের পাতায়
আকাশ মেঘ আর বৃষ্টি'র কথা
যা কেউ জানেনা
অভিমানী বৃষ্টি অনড় মেঘ
অসহায় আকাশ
সে অনেকদিনের কথা
নদী পথ চলা শেখেনি
অন্য বসন্ত তখন
কবি'র চোখ ফোটেনি
তুই বললে লিখতে পারি
শুধু তোর জন্যে !-২৮.০৩.২০১৯

Monday, 25 March 2019

কাল বলে কিছু হয়না

পাশে এসে বস কিছুক্ষন
চোখে চোখ রাখি
কালি জমেছে কলমে
লিখিনা অনেকদিন
আকাশে মেঘ করে কেন
আমি তো বলেছি
রামধনু দেখতে চাইনা
তুই কোথায় চলে যাস
তোর সময় বাঁধা আমি জানি
বাঁধা কক্ষপথ সকলের
আমার সকাল থেকে বিকেল
আমি হেঁটে বাড়ি ফিরি
হাঁটে আরও অনেক মানুষ
সময় কে ফাঁকি দেওয়া যায়
কবি'র চোখে সব ধরা পরে
তোর চোখে কেমন বন্য অহংকার
আমাকে বৃষ্টি দিবি রে
চোখে চোখ রাখবো
কাল বলে কিছু হয়না !-২৫.০৩.২০১৯

Saturday, 16 March 2019

বিবাহবার্ষিকী

বিশ্বাসের খেলাঘরে
বেহিসাবি হেসেছিলে
তুমি এসেছিলে
উজাড় করা বসন্তে
উন্মাদ ভিজেছিলে 
তুমি এসেছিলে
স্বপ্নিল ফেনিল ঢেউ
সাগর বুকে এনেছিলে
তুমি এসেছিলে
মিথ্যা মোহে বাঁধা
আজ সেই দিন
তুমি এসেছিলে !
বিবাহবার্ষিকী
অন্যদিনের মতোই
বেহিসাবি আমার জীবনে'র
অনিবার্য অবক্ষয়
তুমি এনেছিলে
এক ঐতিহাসিক অপূর্ণতা
পুনরাবৃত্তি'র ইতিহাস
তুমি লিখে গেলে
তুমি চলে গেলে !-১৫.০৩.২০১৯

সঞ্চয়ের অবকাশে

তোর হাসিতে বানভাসি চাঁদ 
ঝর্ণা গতিহীন 
পথ হারায় নদী 'রা 
মরুভুমি তে একরাশ সবুজ দেখি !
চোখের খোলা পাতায় 
আকাশ দিগন্তের মহামিলন
প্রশান্তের নির্লিপ্তি
অবগাহনের অপেক্ষায় জন্ম !
ঠোঁট নিয়ে কথা বলতে নেই
জন্ম মৃত্যু'র দূরত্ব ওরা বোঝেনা
ততবার এক হওয়া যায় কিনা
আমি ভাবি সঞ্চয়ের অবকাশে ! - ১৬.০৩.২০১৯

Thursday, 14 March 2019

জোনাকি আলোয়

জীবন কে অনেকটা
গুছিয়ে নিয়েছিস তুই
বর,সন্তান সংসার
আমার এলোমেলো
তেমনি রয়ে গেলো
এককামরা ঘর
জানলা দরজা চারপাই
তোর গৃহস্থ রকমারি আসবাব
শ্যাওলা জমা উঠুন এখন ঝা চকচক
আমার শহরে আলো অনেক
নকল মানুষ মুখোশ বেঁচে এখানে
লাল আলোয় জীবন থামে
দেনা তাতে বাড়ে ছাড়া কমেনা
তোর সাথে কথা বলে বুঝলাম
কেন অচিন পাখি ধরা দেয়
যাবো তো সবাই
গৃহপালিত হবো অসীমের পথিক
অন্ধকার নামে আমার ঘরে
জোনাকি পথ দেখায়
মৃত্যু উপত্যাকায় ! - ১৪.০৩.২০১৯  

Tuesday, 12 March 2019

ভবিষ্যতের মনু

তোকে চিনতে
বই পড়তে লাগেনা
দেশ কাল সময়ের উর্দ্ধে
তোর বিবেক মনু -কে সম্মান দেয়
জন্মের উত্তরাধিকার যে তোর
মনু অত ভাবেনা
বিবেকের পর্দা ওকে বাঁধেনা
বোরখা -আঁচল সেসব তোর অলংকার
যা কিছু আদিম
যা অসভ্য
তাই উত্তরাধিকারে মনু 'র
তুই নদী হোসনা
জীবন নিকৃষ্টের প্রাপ্য মনু কে বোঝা
মনু'র চোখে আঙ্গুল দিয়ে দেখা
স্বর্গের পথ নয় শুধু
যন্ত্রণার স্বরলিপি তোর প্রতিটি হাসি'র আড়ালে
মনু'র অহংকার কে ঘি দিসনা
মায়া কর সন্তান কে
মোহ দিসনা
তোর গর্ভে বিবেক পাক
ভবিষ্যতের মনু
অসীমের কাছে কামনা !-১২.০৩.২০১৯

Monday, 11 March 2019

গরমিল ছোট্টোবেলা

ছোট্ট আঙ্গুল গুলো
ভরসা খোঁজে
ভরসা দেওয়ার ভাষা ওদের অজানা
চুমু তখন আসেনি
হামি ছিলো অনেকখানি
ডিগবাজি ছিলো
ছিলো লুকো -চুরি
পানকৌড়ি'দের তারা করা রাখাল
আজ আর নেই
সূর্য ডুবতে বসলে
মাঠ থেকে বাড়ি ফেরা
আধো আলোয় খেলা'র মেয়াদ বাড়া
ওলট পালট হামাগুড়ি
রাংতা মোরা কাঁচের চুড়ি
বৃষ্টি ভেজা অলস বিকেল
বড়ো হওয়ার তাড়ায় গরমিল ছোট্টোবেলা !-১১.০৩.২০১৯

Sunday, 10 March 2019

একটা কাপ তুমি আমি

অভ্যেস নেই যে
মুখ লুকোবে
চোখে রাখো চোখ
হাত পেতে চেয়ো না
জানো না তুমি কে আমার
লুকোনো পরিচয় থাকে আমার
শেষ সঙ্গ দিতে দিয়ো
"চিত্ত যেথা ভয়শূন্য "
ঝড় অনেক দেখেছে দু'চোখ
বাঞ্ছারামের বাগানে ফুল অনেক
শুকনো পাতা দুটো একটা
শেষ চুমুকে না হয় একটা কাপ তুমি আমি !-১০.০৩.২০১৯

Friday, 8 March 2019

শক্তি রূপেণ সংস্থিতা

অন্তর্ঘাত ইতিহাসের প্রতি রন্ধ্রে
বুদ্ধিজীবীরা জানে সেসব
মস্তিষ্কের বিচারে অকুলান
তাই মনের কথা শোনে জনসাধারণ
তথাকথিত প্রকৃতি ও পুরুষ
একক সম্পূর্ণ নয়
তাই মিলনের সুর তোলে বসন্তসখা
আপেক্ষিকতা'র অন্য প্রান্তে
অন্তহীন ও দিগন্তের শেষের কবিতা
সবুজ দ্বীপে ঝিনুক ইচ্ছামৃত্যু অহরহ ! - ০৮.০৩.২০১৯

Thursday, 7 March 2019

জীবনের কেন্দ্র

আমার কথাদের
উপকথা
সাগরের নীরবতা
নদী'র বুক চিরে যায়
সব মেঘে বৃষ্টি নামেনা
জন্মান্ধ তবু বন্ধ্যা নয়
অন্ধ যে জন
জগৎের আলো তার চোখে আলেয়া
সৃষ্টি'র উচ্ছিষ্ট নাভি
আবার জীবনের কেন্দ্র !-০৭.০৩.২০১৯

Friday, 1 March 2019

জীবন করে আমাকে....

ভালোবাসতে পাথর ভেঙেছি
চোখ বুজেছি পাহাড় চূড়োয়
ঝর্ণা থেকে ঝাঁপিয়েছি
বালুচরে ঢেউ'দের তোয়াক্কা করিনি
ভালোবাসতে পারিনি
আজ তোর আলতো সুরে
সব জড়তা মুছেছে
জন্মান্তরের অন্ধ
আলো দেখেছে
ব্যাকরণ না থাক
অলংকার ছুড়ে ফেলে
তোকে খালি চোখে দেখবো
ভালোবাসতে দিবি আমাকে
পাথর আমি অনেকদিন
জীবন দিবি আমাকে !-০১.০৩.২০১৯